Mamata Banerjee

‘কেঁচো খুঁড়তে গেলে সাপ বার হবে’, নাম নিলেন না এক বারও, তবে শুভেন্দুকে বিবিধ হুঁশিয়ারি মমতার

শুভেন্দু অধিকারীর নাম না নিয়েও একের পর এক বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু মন্ত্রী থাকার সময়ের কথাও তুলেছেন। জবাবে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন বিরোধী দলনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৩ ১৭:০২
Share:

শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। — ফাইল চিত্র।

অনেক দিন পরে নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে আরও অনেক কিছু বলার মাঝে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশে। যদিও একটি বারের জন্যও তিনি শুভেন্দুর নাম উচ্চারণ করেননি। তবে প্রতিটি কথাই যে বিরোধী দলনেতার উদ্দেশে তা বেশ স্পষ্ট।

Advertisement

বিদেশ সফর, অসুস্থতা, পুজো— গোটা সময়টা বাড়ি থেকে অফিস সামলে সোমবার বেশ কিছু দিনের বিরতির পরে নবান্নে এসেছিলেন মুখ্যমন্ত্রী। তবে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে অনেক বদল এসেছে। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তা নিয়ে বিরোধীদের আক্রমণ চলছেই। তবে বেশি আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী কেন এত দিন নবান্নে আসেননি তা নিয়েও প্রশ্ন তুলেছেন। সে সবের জবাব দিতে গিয়ে শুভেন্দুর নাম না-করেও বিবিধ হুঁশিয়ারি দিয়েছেন মমতা। বলেছেন, ‘‘কাদের ৬০-৭০-৮০টা ট্রলার আছে, কত গাড়ি আছে, ক’টা পেট্রোল পাম্প আছে, আমরা সে সব কাগজপত্র বার করছি। এত দিন করিনি। এ বার করছি।’’

এখানেই থামেননি মমতা। তাঁর মন্ত্রিসভাতেই এক সময়ে মন্ত্রী ছিলেন শুভেন্দু। সেই সময়ের কথা মনে করিয়ে মমতা বলেন, ‘‘মন্ত্রী থাকার সময়ে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসাবে কত জমি কত টাকায় বিক্রি করেছেন কেউ জানে?’’ এর পরে হুঁশিয়ারির সুরে বলেন, ‘‘কেঁচো খুঁড়তে গেলে সাপ বার হবে।’’

Advertisement

মমতার হুঁশিয়ারির জবাব দিতে গিয়ে শুভেন্দু সংবাদমাধ্যমকে বলেন, ‘‘৩৫টা মামলা করেছে। মুখে ঝামা ঘষে দিয়েছি। বিধানসভায় দেখিয়েছি। প্রধানমন্ত্রী হবেন? লোকসভায় যেখানে দাঁড়াবেন, সেখানে আমার সঙ্গে দেখা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement