Mamata Banerjee

Mamata: সুষ্ঠু ভাবে গঙ্গাসাগর মেলা সম্পন্ন করার জন্য আয়োজকদের অভিনন্দন মুখ্যমন্ত্রী মমতার

মুখ্যমন্ত্রীর তরফে মুখ্যসচিবের লেখা চিঠিতে বলা হয়েছে, কোভিড আবহে যে ভাবে সব কিছুর সুষ্ঠু সমাপন হয়েছে, তাতে আয়োজকদের ধন্যবাদ প্রাপ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ১৫:১০
Share:

গ্রাফিক— শৌভিক দেবনাথ।

করোনা আবহে সুষ্ঠু ভাবে গঙ্গাসাগর মেলা সম্পন্ন করার জন্য আয়োজকদের ধন্যবাদ ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী শুক্রবার এই মর্মে মুখ্যমন্ত্রীর তরফে ধন্যবাদ জ্ঞাপন করে চিঠি লিখেছেন আয়োজকদের। মুখ্যসচিব অভিনন্দন বার্তায় লিখেছেন, মুখ্যমন্ত্রী মেলা আয়োজনের সঙ্গে যুক্ত পুলিশ ও প্রশাসনের প্রতিটি কর্মী, সিভিক ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী, লঞ্চ ও ভেসেল কর্মী, পঞ্চায়েত, সামাজিক প্রতিষ্ঠান ও মেলা আয়োজনের সঙ্গে যুক্ত রাজনৈতিক কর্মীদের ব্যক্তিগত ভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, কোভিড আবহে যে ভাবে সবকিছুর সুষ্ঠু সমাপন হয়েছে, তাতে আয়োজকদের ধন্যবাদ প্রাপ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement