Mamata Banerjee

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ, গ্রহণ মুখ্যমন্ত্রীর

এরই পাশাপাশি মমতার লেখা কিছু বইয়ের ইংরেজি অনুবাদ পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২০ ০৭:২২
Share:

ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে চায় অক্সফোর্ড ইউনিয়ন। তাদের আমন্ত্রণ স্বীকারও করেছেন মুখ্যমন্ত্রী। তবে এই অস্থির পরিস্থিতিতে কী ভাবে সেই অনুষ্ঠান হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। সশরীর উপস্থিত হতে না পারলে ‘ভার্চুয়াল’ বক্তৃতা করতে পারেন মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি মমতার লেখা কিছু বইয়ের ইংরেজি অনুবাদ পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে। তাঁর লেখা বইয়ের জন্যও আগ্রহ প্রকাশ করেছে অক্সফোর্ড ইউনিয়ন। তাদের বক্তব্য, ভারতের মহিলা রাজনীতিবিদদের মধ্যে একমাত্র প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর বই রয়েছে অক্সফোর্ডের গ্রন্থাগারে। সে ক্ষেত্রে মমতা হবেন দ্বিতীয় মহিলা রাজনীতিক, যাঁর বই সেখানকার সংগ্রহে স্থান পাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement