স্বাস্থ্য পরিষেবায় সঙ্কট কাটাতে পাঁচ চিকিৎসকের ভূমিকার প্রশংসা করে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর তরফে পুষ্পস্তবক, মিষ্টি এবং একটি চিঠি পাঠানো হয়েছে চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়, অভিজিৎ চৌধুরী, অলোকেন্দু ঘোষ, মাখনলাল সাহা ও প্লাবন মুখোপাধ্যায়ের কাছে। সংশ্লিষ্ট সূত্রের খবর, চিঠিতে ওই চিকিৎসকদের পরামর্শ ও ভূমিকার প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী দিনেও এমন সহযোগিতা পাওয়ার আশা রাখছেন তিনি। প্রবীণ চিকিৎসক সুকুমারবাবু জানান, তিনি মুখ্যমন্ত্রীর চিঠি পেয়েছেন। স্বাস্থ্য পরিষেবায় সাম্প্রতিক সঙ্কটের পরিপ্রেক্ষিতে হাসপাতালে সুস্থ পরিবেশ গড়ে তুলতে তাঁরা কয়েকটি পরামর্শ দিয়েছিলেন। ‘‘বলেছিলাম, জরুরি ও শিশু বিভাগের নিরাপত্তা জোরদার করা দরকার। সেই সঙ্গে আরও কিছু পরামর্শ দিয়েছিলাম আমরা,’’ বলেন সুকুমারবাবু।