প্রতীকী ছবি।
কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের নজরে থাকা মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ এক ব্যবসায়ী বিদেশ থেকে কলকাতায় ফিরেছেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। সিবিআই-কর্তারা মনে করছেন, ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করলে কয়লা পাচারের টাকা কী ভাবে কোন কোন প্রভাবশালী ব্যক্তির কাছে গিয়েছে এবং বিদেশে কোথায় কত টাকা পাচার হয়েছে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। কয়েক দিনের মধ্যেই ওই ব্যবসায়ী তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে হাজির হতে পারেন বলে জানায় সিবিআই।
অভিযোগ, কয়লা ও গরু পাচার নিয়ে সিবিআই, ইডি এবং আয়কর দফতর মাস দুয়েক ধরে তৎপরতা চালিয়ে যেতে থাকায় লালা-ঘনিষ্ঠ ওই ব্যবসায়ী দুবাই চলে যান। সম্প্রতি গরু পাচারে অভিযুক্ত অন্যতম তৃণমূল নেতা বিনয় মিশ্রের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তিনিও দুবাই পাড়ি দিয়েছেন বলে অভিযোগ।
আয়কর দফতর এবং সিবিআই কয়লা পাচারের তদন্তে নেমে লালা-ঘনিষ্ঠ ব্যবসায়ীর কলকাতার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল। ওই ব্যবসায়ীর পরিবারের তরফে জানানো হয়েছিল, চিকিৎসার জন্য তিনি বিদেশে রয়েছেন। সিবিআইয়ের তদন্তকারীরা জানান, কয়েক দিন আগে তিনি কলকাতায় ফেরেন। তল্লাশি অভিযানের সময় তাঁকে তলবি নোটিস দেওয়া হয়েছিল। কয়লা পাচারের টাকা যে হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে, সেই বিষয়ে নানা যোগসূত্র পাওয়া গিয়েছে। সিবিআইয়ের বক্তব্য, কয়লা পাচারের টাকা গিয়েছে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির কাছেও। কোথায় কার কাছে কত টাকা গিয়েছে, তার হদিস পেতেই এখন ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা।