—ফাইল চিত্র।
ঝুঁকি নিয়েই করোনা পরিস্থিতির মধ্যে কাজ করছেন পুর-স্বাস্থ্যকর্মীরা। সংক্রমণ রোধে তাঁদের কাজ করার জন্য সরকারি নির্দেশিকাও জারি হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাঁদের এক হাজার টাকা উৎসাহ ভাতা জুলাই মাসে বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আর্থিক দাবি-দাওয়া নিয়ে সরব হল পশ্চিমবঙ্গ পুর-স্বাস্থ্যকর্মী ইউনিয়ন। মুখ্যমন্ত্রীর উদ্দেশে সোমবার দাবিপত্র দেওয়ার পাশাপাশি তার প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্য সরকারের গঠিত আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের একাধিক মন্ত্রীর দফতরে।
দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, রামজীবনপুর, জঙ্গিপুর, পানিহাটি, বহরমপুর, তুফানগঞ্জ, চুঁচুড়া-সহ বহু পুরসভাতেও এ দিন দাবি জানিয়েছেন পুর-স্বাস্থ্যকর্মীরা। সংগঠনের সভানেত্রী সুচেতা কুণ্ডু এবং যুগ্ম সম্পাদক কেকা পাল বিবৃতিতে বলেছেন, ‘‘করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুর-স্বাস্থ্যকর্মীদের মাসিক পাঁচ হাজার টাকা করোনা-ভাতা দিতে হবে। ন্যূনতম ৩১২৫ টাকা বেতনেও তাঁদের পক্ষে কাজ করা দুঃসাধ্য।’’
করোনা-ভাতার দাবি জানাচ্ছেন চুঁচুড়ার পুর-স্বাস্থ্যকর্মীরা। নিজস্ব চিত্র।