Mamata Banerjee

বাঙালি শ্রমিকদের উদ্ধারে মুখ্যমন্ত্রীকে আর্জি সিটুর

সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে অভিযোগ করেছেন, নানা অছিলায় ভিন্ রাজ্যে পুলিশ তাঁদের হয়রান করছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৩২
Share:

প্রতীকী ছবি।

ভিন্ রাজ্যে কর্মরত বাঙালি শ্রমিকদের সমস্যা থেকে উদ্ধার করতে তৎপর হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাল সিটু। তাদের বক্তব্য, দেশে সিএএ-পরবর্তী উত্তেজক পরিস্থিতিতে অনেক শ্রমিক বাইরের রাজ্য থেকে ফিরে এসেছেন। কিন্তু যাঁরা এখনও ভিন্ রাজ্যে কাজ করছেন, বাংলা ভাষার জন্য তাঁদের অনেককেই ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। বিশেষত, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে এই সমস্যা প্রবল।

Advertisement

সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে অভিযোগ করেছেন, পরিযায়ী শ্রমিকদের ভোটার বা আধার কার্ডের মতো পরিচয়পত্র গ্রাহ্য করা হচ্ছে না। নানা অছিলায় ভিন্ রাজ্যে পুলিশও তাঁদের হয়রান করছে। ওই শ্রমিকদের জীবন ও জীবিকার সুরক্ষায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে সিটু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement