—ফাইল চিত্র।
লকডাউনের প্রথম পর্বে সমস্যা ছিল ঘরে ফেরা নিয়ে। এখন পরিযায়ী শ্রমিকেরা মুখোমুখি হচ্ছেন আরও নানা রকম সমস্যার। অনেকেই ছেড়ে আসা কাজের জায়গায় আবার ফিরতে চাইছেন কিন্তু কী ভাবে যাবেন, বুঝতে পারছেন না। বিকল্প কাজের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার দাবিও রয়েছে তাঁদের। এই সব রকম সমস্যার ক্ষেত্রেই পরিযায়ী শ্রমিকদের সহায়তার জন্য হেল্পলাইন নম্বর দিয়ে পৃথক সেন্টার খুলল এ রাজ্যের সিটু। সংগঠন সূত্রের খবর, প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্দিষ্ট কর্মীদের দিয়ে চালানো হচ্ছে কল সেন্টার। পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা শুনে সুরাহার জন্য কোথায় কী ভাবে যোগাযোগ করতে হবে, সে ব্যাপারে সাহায্য করছে সিটু। সংগঠন সূত্রেই জানা যাচ্ছে, বেশ কিছু ক্ষেত্রে প্রকল্পের পরিচালক বা নিয়োগকারী সংস্থা শ্রমিকদের আবার কাজে ডাকছে। কিন্তু শ্রমিকেরা কী ভাবে সেখানে যাবেন, তার ব্যবস্থা ঠিকমতো হচ্ছে না। আবার গিয়ে পৌঁছলেও নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। একটি ক্ষেত্রে সিটুর সঙ্গে যোগাযোগ করে শ্রমিকেরা জানিয়েছেন, নিয়োগকারীদের তরফে ব্যবস্থা করে বিমানে তাঁদের গুজরাতের সুরাতে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যাওয়ার পরে সেখানে ফের লকডাউন হয়ে গিয়েছে! সিটু নেতৃত্বের বক্তব্য, বিপন্ন শ্রমিকদের সহায়তার জন্য সব রকম ভাবেই চেষ্টা চালাচ্ছেন তাঁরা।