CITU

মজুরি, ফেরানোর দাবিতে মামলা

সিটুর রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায় জানান, এই দাবিতে আগামী ১৪ মে রাস্তায় দূরত্বের বিধি মেনেই প্রতিবাদ হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২০ ০৫:৪৫
Share:

প্রতীকী ছবি।

কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশ কার্যকর করে লকডাউনে বন্ধ থাকা শিল্পের সব ধরনের শ্রমিকদের পুরো মজুরি বা বেতন দেওয়া এবং ভিন্ রাজ্যে আটকে থাকা শ্রমিক-সহ সব ধরনের মানুষকে ফেরানোর দাবিতে জনস্বার্থের মামলা করল সিটু। আটকে থাকা মানুষকে ফেরানোর খরচ সরকারকে দিতে হবে, এই দাবিও তারা তুলেছে। সিটু এই দু’টি বিষয়েই হলফনামা দিয়েছে, শুনানি আগামী সপ্তাহে। সিটুর রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায় জানান, এই দাবিতে আগামী ১৪ মে রাস্তায় দূরত্বের বিধি মেনেই প্রতিবাদ হবে। পরিযায়ীদের ফেরানো, জেলাভিত্তিক হেল্পলাইন চালুর দাবিতে আজ, সোমবার স্থানীয় প্রশাসনের দফতরে অবস্থানের ডাক দিয়েছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। মহকুমাশাসকের দফতরে আজই বিক্ষোভের ডাক দিয়েছে বিজেপিও। অন্য দিকে, বেঙ্গালুরুতে নার্সিং পাঠরত পড়ুয়াদের ফেরানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন পিএসইউ-এর রাজ্য সম্পাদক নওফেল মহম্মদ সফিউল্লা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement