'নাগরিকত্ব সুরক্ষা যাত্রা' ঘোষণা করছে নাগরিকপঞ্জী-বিরোধী যুক্ত মঞ্চ। ফাইল চিত্র।
মতুয়া-সহ সমস্ত উদ্বাস্তুকে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে নরেন্দ্র মোদীর সরকার। এই অভিযোগকে সামনে রেখে এবং সাধারণ মানুষকে সচেতন রাখার লক্ষ্যে আজ, শুক্রবার থেকে ‘নাগরিকত্ব সুরক্ষা যাত্রা’ শুরু করছে নাগরিকপঞ্জি-বিরোধী যুক্ত মঞ্চ। বিধানসভা নির্বাচনের ইস্তাহারে ২০০৩ এবং ২০১৯ সালের দু’টি নাগরিকত্ব আইনই বাতিল করার দাবি অন্তর্ভুক্ত করার আবেদন জানাচ্ছে তারা। সীমান্তবর্তী গ্রাম বেতাই থেকে শুরু হয়ে এক সপ্তাহ ধরে নদিয়া ও উত্তর ২৪ পরগনার উদ্বাস্তু-অধ্যুষিত নানা অঞ্চল পরিক্রমা করবে ওই যাত্রা। আগামী ৫ মার্চ নাগেরবাজার মোড়ে সভা হবে এবং তার পরে দমদম স্টেশন পর্যন্ত পদযাত্রা করে ‘সুরক্ষা যাত্রা’ শেষ হবে। যুক্ত মঞ্চের আবহ্বয়াক প্রসেনজিৎ বসুর বক্তব্য, ‘‘সদিচ্ছা থাকলে কেন্দ্রীয় সরকার ২০১৪ বা ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ভোটার তালিকাভুক্ত সকলকে ভারতের নাগরিক হিসেবে নিঃশর্ত মান্যতা দিতে পারত। সেটা মোদী সরকার করেনি, উপরন্তু ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় বলে দাবি করে বিজেপির নেতা-মন্ত্রীরা এখনও বিভ্রান্তিকর প্রচার চালিয়ে যাচ্ছেন।’’