Cinema Halls

Cinema Halls: ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলবে সিনেমাহল, নয়া নির্দেশিকা রাজ্যের

কার্যত লকডাউনের কারণে সিনেমাহলগুলো বন্ধ ছিল। তবে এই সময়ের মধ্যেও কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য। এ বার সিনেমাহলগুলিকে সেই আওতায় আনা হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২১ ২১:৩১
Share:

প্রতীকী ছবি।

কোভিড বিধি মেনে রাজ্যে সিনেমাহলগুলিকে খোলার নির্দেশ দিল রাজ্য।

Advertisement

বৃহস্পতিবার এ বিষয়ে একটি নির্দেশিকা দিয়েছে নবান্ন। সেই নির্দেশিকায় বলা হয়েছে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহলগুলি খুলতে পারবেন মালিকরা। তবে অবশ্যই কোভিড বিধি অনুসরণ করতে হবে।

কার্যত লকডাউনের কারণে এত দিন সিনেমাহল, থিয়েটারগুলো বন্ধ ছিল। বৃহস্পতিবার ফের নতুন করে নির্দেশিকা জারি করে রাজ্যে কোভিড নিয়ন্ত্রণবিধির মেয়াদ ১৫ অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।সেই সঙ্গে কোভিড নিয়ন্ত্রণবিধিতে কিছু ছাড় এবং কিছু বাড়তি বিধিনিষেধও আরোপ করেছে রাজ্য সরকার। এ বার সিনেমাহলগুলিকে সেই ছাড়ের আওতায় আনা হল।

Advertisement

রাজ্যের মুখ্যসচিবের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, শনিবার, ৩১ জুলাই থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement