টেটের প্রশ্নপত্র নিখোঁজ কাণ্ডে দুর্ঘটনার তত্ত্বই খাড়া করল সিআইডি। সিলমোহর দিল রাজ্য সরকারের অবস্থানেই। বৃহস্পতিবার সিআইডি সাংবাদিক বৈঠক করে জানাল, নিবেদিতা সেতু পেরনোর পর প্রশ্নপত্র পড়ে গিয়েছিল বাসের জানালা দিয়ে। একটি ট্রাকের চালক ও খালাসি নাকি তা খুঁজেও পেয়েছিলেন। কিন্তু, সিআইডি জানতে পেরেছে, পরে তাঁরা প্রশ্নপত্রের বস্তা ড্রেনে ফেলে দেন।
ঠিক কী জানিয়েছে সিআইডি? তদন্তকারীদের তরফে এ দিন বলা হয়েছে, নিবেদিতা সেতু পেরনোর পর ওই দুর্ঘটনা ঘটে। যে বাসে প্রশ্নপত্র যাচ্ছিল, তার পিছনের জানালার একটি কাচ খুলে গিয়েছিল। সেখান দিয়েই প্রশ্নের বস্তা নীচে পড়ে যায়। একটি ট্রাকের চালক ও খালাসি মাইতিপাড়ার আগে সেই বস্তা পড়ে থাকতে দেখেন। তাঁরা সেটি ট্রাকে তুলে নেন। পরে তারাতলার এফসিআই গুদামের কাছে একটি ড্রেনে সেই বস্তাটি তাঁরা ফেলে দেন।
প্রশ্নপত্র নিখোঁজ হওয়ার পর রাজ্য সরকারের তরফে যা জানানো হয়েছিল, টেট প্রশ্নপত্রের বস্তা বাসের জানালা দিয়ে পড়ে গিয়েছিল বলে জানিয়ে সিআইডি সেই তত্ত্বেই সিলমোহর দিল। কিন্তু, সিআইডি’র বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি থেকে যাচ্ছে। বাসের কাচ খুলে গেলেও, সিটের তলা থেকে প্রশ্নের বস্তা বাইরে এসে জানালা দিয়ে লাফিয়ে নীচে পড়বে কী ভাবে, তা নিয়ে প্রশ্ন আগেই উঠেছে। এ দিনের সাংবাদিক বৈঠক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ট্রাকের চালক ও খালাসি প্রশ্নের বস্তা কেন রাস্তা থেকে তুলেছিলেন, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। কোনও মূল্যবান বস্তু ভেবেই তাঁরা ওই বস্তা তুলেছিলেন বলে তদন্তকারীদের ধারণা। কিন্তু, তেমন কিছু নয় দেখে, তাঁরা সেগুলি কেন ড্রেনে ফেলে দিলেন, তা-ও স্পষ্ট নয়। ট্রাকের চালক ও খালাসি কোনও থানায় ওই প্রশ্ন পত্র কেন জমা দিলেন না, সে বিষয়ে তাঁদের প্রশ্ন করার চেষ্টাও করেনি সিআইডি। যে ট্রাকের চালক ও খালাসি ওই প্রশ্ন কুড়িয়েছিলেন, সেই ট্রাকের মালিকের সঙ্গে কথা বলেই দায় সেরেছেন তদন্তকারীরা।
টেট-এর মতো পরীক্ষার জন্য ছাপানো এক বস্তা প্রশ্ন নিখোঁজ হয়ে গেল। তার তদন্ত এত দায়সারাভাবে সেরে ফেলল সিআইডি! প্রশ্ন উঠছে নানা মহলে।