TMC

প্রোমোটারের গা জোয়ারির বিরুদ্ধে সরব হলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক

স্থানীয় সূত্রে খবর, তোলাফটক এলাকায় একটি আবাসনের নির্মাণের জন্য দী‌র্ঘদিন ধরেই বালি ফেলে রাখা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২১ ১৮:৪৮
Share:

চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। —নিজস্ব চিত্র।

নিজের বিধানসভা কেন্দ্রে এক প্রোমোটারের গা জোয়ারির বিরুদ্ধে সরব হলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তোলাফটক এলাকায় নির্মীয়মাণ একটি আবাসনের জন্য স্থানীয়দের অসুবিধার কথা জানতে পেরে তার সমাধানের জন্য উদ্যোগীও হলেন। এ নিয়ে অবশ্য অভিযুক্ত প্রোমোটারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, তোলাফটক এলাকায় একটি আবাসনের নির্মাণের জন্য দী‌র্ঘদিন ধরেই বালি ফেলে রাখা হয়েছে। এর ফলে ওই আবাসন লাগোয়া বাড়ির বাসিন্দারা বেজায় অসুবিধায় পড়েছেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে বালি ফেলে রাখার জন্য ওই বাড়ির ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে গিয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই বাড়িতে জল জমে যায়। এ নিয়ে ওই প্রোমোটার দেবাশিস দাসকে বার বার বলা হলেও সুরাহা হয়নি।

খবর পেয়ে উদ্যোগী হন চুঁচুড়া বিধানসভা আসনে সদ্য জয়ী অসিত। ওই প্রোমোটারকে ফোন করেন তিনি। তবে তাতেও কাজের কাজ হয়নি। অবশেষে বুধবার এলাকায় যান বিধায়ক। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি বলেন, ‘‘মানুষের অসুবিধা করে কোনও কাজ করা যাবে না। পয়সা থাকলেই যা খুশি করবে, এটা চুঁচুড়া শহরে চলবে না।’’

Advertisement

গোটা বিষয়ে প্রোমোটারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement