Malnutrition

Malnutrition in Children: শিশুদের বৃদ্ধির সমস্যা রাজ্যের দশটি জেলায়

কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের এক শীর্ষকর্তা বলেন, ‘‘চলতি অর্থ বছর থেকে সব জেলাতেই পোষণ অভিযান শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে যে সব জেলায় শেষ সমীক্ষায় স্টান্টিংয়ের সমস্যা বেড়েছে, সেগুলিতে বিশেষ নজর দিয়ে শিশুদের পুষ্টির ঘাটতি মেটানোর কাজ হবে।’’

Advertisement

প্রেমাংশু চৌধুরী

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ মার্চ ২০২২ ০৭:২২
Share:

ফাইল চিত্র।

মোদী সরকারের ‘পোষণ অভিযান’-এর তালিকায় থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের পাঁচটি জেলার শিশুদের মধ্যে ‘স্টান্টিং’-এর সমস্যা বেড়েছে। মূলত অপুষ্টির কারণে শিশুদের বয়স অনুযায়ী উচ্চতা বাড়ে না বা তারা ‘স্টান্টিং’-এর শিকার হয়। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, দার্জিলিং, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে পাঁচ বছরের কম বয়সি শিশুদের মধ্যে ‘স্টান্টিং’-এর হার বেড়েছে। অথচ এই জেলাগুলিতেই কেন্দ্রীয় সরকার পোষণ অভিযান চালু করেছিল।

Advertisement

সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যের রাজধানী খাস কলকাতার সঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, উত্তর দিনাজপুরেও বয়সের তুলনায় কম উচ্চতার শিশুদের হার বেড়েছে। এই জেলাগুলি প্রথমে কেন্দ্রীয় সরকারের পোষণ অভিযানের প্রকল্পের অন্তর্ভুক্ত ছিল না। এখন গোটা দেশের সব জেলার মতো এই জেলাগুলিকেও পোষণ অভিযানের অন্তর্ভুক্ত
করা হয়েছে।

পাঁচ বছরের কম বয়সি শিশুদের মধ্যে অপুষ্টির সমস্যা দূর করতে চার বছর আগে, ২০১৮-র মার্চে পোষণ অভিযান শুরু হয়। প্রাথমিক পর্যায়ে দেশের ২৩৫টি জেলাকে চিহ্নিত করে পোষণ অভিযান শুরু হয়েছিল। এর মধ্যে পশ্চিমবঙ্গের এক ডজন জেলা ছিল। কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ মন্ত্রক সম্প্রতি সংসদে জেলাওয়াড়ি উন্নতি, অবনতির তথ্য পেশ করেছে। দেখা যাচ্ছে, ১২টি জেলার মধ্যে বাঁকুড়া, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, হুগলি, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুরে শিশুদের ‘স্টান্টিং’-এর হার কমেছে। কিন্তু দার্জিলিং, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তা বেড়েছে।

Advertisement

নীতি আয়োগের এক শীর্ষকর্তা বলেন, ‘‘২০১৮-তে পোষণ অভিযান শুরু হয়। তার আগে ২০১৪-১৫-য় চতুর্থ দফার জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা হয়। তাতে দেখা গিয়েছিল, পশ্চিমবঙ্গে পাঁচ বছরের কম বয়সিদের মধ্যে ৩২.৫ শতাংশ শিশুর বয়সের তুলনায় আশানুরূপ বৃদ্ধি ঘটেনি। এরপরে ২০১৯-২০-তে পঞ্চম দফায় জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা হয়। তাতে দেখা যায়, বাংলায় স্টান্টিংয়ের শিকার শিশুর হার অনেকটাই বেড়ে ৩৩.৮ শতাংশ হয়েছে। এর কারণ হল, শুধু দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর, নদিয়া বা পূর্ব, পশ্চিম বর্ধমানের মতো জেলা নয়। কলকাতা, তার লাগোয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও অনেক শিশু স্টান্টিংয়ের শিকার।’’

সরকারি সমীক্ষা অনুযায়ী, কলকাতায় ২৯.৬ শতাংশ বা প্রতি ১০টি শিশুর মধ্যে ৩টি শিশুরই বয়সের তুলনায় আশানুরূপ উচ্চতা বাড়েনি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এই সংখ্যা আরও বেশি। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের এক শীর্ষকর্তা বলেন, ‘‘চলতি অর্থ বছর থেকে সব জেলাতেই পোষণ অভিযান শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে যে সব জেলায় শেষ সমীক্ষায় স্টান্টিংয়ের সমস্যা বেড়েছে, সেগুলিতে বিশেষ নজর দিয়ে শিশুদের পুষ্টির ঘাটতি মেটানোর কাজ হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement