এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে নন্দীগ্রামের আক্রান্ত তৃণমূল কর্মীদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ছবি ভিডিয়ো থেকে।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে এসএসকেএম হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেল ৫টা নাগাদ তিনি সেখানে যান। ওই আক্রান্তদের আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানান, পঞ্চায়েত ভোটের দিন এবং ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের এক জন সদস্যকে চাকরি দেওয়া হবে। এ ছাড়া বুধবার হাসপাতালে গিয়ে আহতদের হাতে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যও তুলে দেন মমতা।
বুধবার এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে নন্দীগ্রামের আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে যান মমতা। তাঁদের হাতে সরাসরি আর্থিক সাহায্য তুলে দেন তিনি। দলের কর্মীদের উপর আক্রমণের ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তোলেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, ‘‘বিজেপি হিংসা বলে চিৎকার করছে। আর অধিকাংশ ছেলেমেয়েরা আমাদেরই মারা গিয়েছে।’’ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওরা ভোটে জিততে পারেনি। হিংসা-অশান্তি করেছে, বাড়ি জ্বালিয়ে দিয়েছে। মহিলাদেরও ছাড়েনি। বাড়িতে ঢুকে মেরেছে।’’ শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে বিজেপিকে মানুষ জবাব দিয়েছে বলে তৃণমূল নেত্রীর দাবি।
পঞ্চায়েত ভোটে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। নিহতদের পরিবারকে আগেই সাহায্য করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবারও তিনি জানান, আর্থিক সাহায্যের পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যকে চাকরি দেওয়া হবে।