Mamata Banerjee

ধুঁকছিলেন ভিড়ের মধ্যে! দৃষ্টি যেতেই পদযাত্রা থামিয়ে বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করালেন মুখ্যমন্ত্রী মমতা

বৃদ্ধার পরিবার জানিয়েছে, মুখ্যমন্ত্রীর কর্মসূচির জন্যই হাসপাতালে যাওয়ার পথে দীর্ঘ ক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল। সেই সময়ে তাদের দেখতে পান মুখ্যমন্ত্রী। রোড শো বন্ধ করে যান তাদের কাছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪ ১৭:৫২
Share:

মুখ্যমন্ত্রীর নির্দেশেই বৃদ্ধকে ভর্তি করানো হল হাসপাতালে। —নিজস্ব চিত্র।

মালদহের রাস্তায় তখন পদযাত্রা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দু’পাশে থিকথিকে ভিড়। সেই ভিড়কে কোনও ক্রমে আটকে রেখেছেন নিরাপত্তারক্ষীরা। হঠাৎ ভিড়ের মধ্যে হুইলচেয়ারে বসে থাকা এক বৃদ্ধের দিকে দৃষ্টি যায় মুখ্যমন্ত্রীর। দেখেন, হুইলচেয়ারে বসে রীতিমতো ধুঁকছেন ওই বৃদ্ধ। এর পর মুখ্যমন্ত্রীর নির্দেশেই ওই বৃদ্ধকে ভর্তি করানো হল হাসপাতালে।

Advertisement

বুধবার সকালেই মালদহ শহরে এসেছিলেন বীরা প্রসাদ নামে ওই অশীতিপর বৃদ্ধ। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসা করাতেই মালদহ শহরে এসেছিলেন বছর চুরাশির বীরা। তাঁর হৃদ্‌রোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। তাঁকে সিসিইউতে ভর্তি করানো হয়েছে।

বৃদ্ধের পরিবার জানিয়েছে, মুখ্যমন্ত্রীর কর্মসূচির জন্যই হাসপাতালে যাওয়ার পথে দীর্ঘ ক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল। সেই সময়েই তাদের দেখতে পান মুখ্যমন্ত্রী। রোড শো বন্ধ করে এগিয়ে যান তাদের কাছে। এর পরেই জেলাশাসক, পুলিশ সুপার-সহ অন্যান্য প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন যাতে, দ্রুত বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করানো হয়। এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে ওই বৃদ্ধের পরিবার। বৃদ্ধের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক ইকবাল হোসেন বলেন, ‘‘মুখ্যমন্ত্রী আজ যা করলেন, একজন চিকিৎসক হিসাবে আমি অনুপ্রাণিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement