Cyclone Yaas

ত্রাণ শিবিরেই থাকতে দুর্গত এলাকার মানুষদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ত্রাণ শিবিরেই থাকুন দুর্গত এলাকার মানুষজন, এমনটাই অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০২১ ১৪:৫৬
Share:

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ত্রাণ শিবিরে থাকা মানুষদের বাড়ি না ফেরার অনুরোধ মুখ্যমন্ত্রীর।

পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ত্রাণ শিবিরেই থাকুন দুর্গত এলাকার মানুষজন। এমনটাই অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত রাজ্যে ইয়াস ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলির উপর নজর রেখেছিলেন তিনি। নবান্নের কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পূর্ব মেদিনীপুর থেকে এখনও পর্যন্ত ৩.৮৮ লক্ষ মানুষকে সরিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানিয়েছিলেন, ইয়াস ঘূর্ণিঝড়ের ব্যাপকতার কথা মাথায় রেখেই প্রায় সাড়ে ৫ লক্ষ মানুষকে সরিয়ে আনা হয়েছে সরকারি আশ্রয় শিবিরে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার ৯ লক্ষ ছাড়াও, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরের একাংশে দাপট দেখিয়েছে ইয়াস। তাই সব জেলা মিলিয়ে এই মুহূর্তে প্রশাসনিক ভাবে ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ১৫ লক্ষ মানুষ। এই বিরাট সংখ্যক মানুষকে মুখ্যমন্ত্রী এখন ত্রাণ শিবির ছেড়ে না যাওয়ার পরামর্শ দিতেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে প্রশাসনে। নবান্ন থেকে সংশ্লিষ্ট জেলা ও দায়িত্বপ্রাপ্ত দফতরগুলির সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। কী ভাবে এই বিরাট সংখ্যার মানুষকে ত্রাণ শিবিরে দীর্ঘ সময় রাখা যায়, সেই বিষয়ে প্রয়োজনীয় আলোচনা ও পরামর্শ দেওয়া হচ্ছে শীর্ষ মহল থেকে।

Advertisement

বুধবার সকালে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘বহু এলাকা ভেসে গিয়েছে। ১৫ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যেতে পেরেছি আমরা। তাঁদের ত্রাণ কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভরা কোটালের কারণে উপকূল এলাকাগুলিতে প্লাবন বেশি হচ্ছে। তবে সাধারণ মানুষকে আমার অনুরোধ, যাঁরা ত্রাণ কেন্দ্রে রয়েছেন, তাঁরা এখন বাড়ি ফেরার চেষ্টা করবেন না। প্রশাসন অনুমতি দিলে তবেই বাইরে বের হবেন।’’ প্রসঙ্গত, ঘূর্ণিঝড় শেষ হওয়ার পরেই অনেকে বাড়ি ফিরতে চেয়েছিলেন। কিন্তু জেলা প্রশাসন তাঁদের বাড়ি ফেরার অনুমতি দেয়নি। তার পরেই মুখ্যমন্ত্রীর নির্দেশ আসায় জেলাস্তরের আধিকারিকদের কাছে সেই বার্তা পৌঁছে দিয়েছেন নবান্নের শীর্ষকর্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement