Protest

পথে ছাত্র পরিষদ

মিছিলে ছিলেন কলকাতা জেলা ছাত্র পরিষদ সভাপতি দেবজ্যোতি দাস, উত্তর ২৪ পরগনা জেলা ছাত্র পরিষদ সহ-সভাপতি সৌরভ দাস-সহ ছাত্র সংগঠনের অন্য নেতারাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ ০৭:০০
Share:

ছাত্র পরিষদের উদ্যোগে প্রতিবাদ মিছিল। বিরাটিতে। নিজস্ব চিত্র।

বাগুইআটির দুই ছাত্র খুন এবং আমতায় ‘নিহত’ আনিস খানের ভাই সলমন খানের উপরে হামলার ঘটনাকে হাতিয়ার করে পথে নামল ছাত্র পরিষদ। বাগুইআটির ছাত্র খুনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ‘নজিরবিহীন পুলিশি নিষ্ক্রিয়তা’র জন্য পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবিতে রবিবার বিরাটি স্টেশন থেকে যশোর রোড পর্যন্ত মিছিল হল উত্তর ২৪ পরগনা জেলা ছাত্র পরিষদ সভাপতি পাপাই ঘোষের নেতৃত্বে। ছাত্র সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন জেলা কংগ্রেস (গ্রামীণ) সভাপতি অমিত মজুমদার, প্রদেশ কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায়, সৌম্য আইচ রায়, শক্তি মৈত্রেরা। ছিলেন কলকাতা জেলা ছাত্র পরিষদ সভাপতি দেবজ্যোতি দাস, উত্তর ২৪ পরগনা জেলা ছাত্র পরিষদ সহ-সভাপতি সৌরভ দাস-সহ ছাত্র সংগঠনের অন্য নেতারাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement