ফাইল চিত্র।
বিধানসভার দু’দিনের অধিবেশন শুরু হচ্ছে বুধবার। সেই দিনই বিধানসভা অভিযানের ডাক দিল ছাত্র পরিষদ। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা, শিক্ষা প্রতিষ্ঠানের ‘স্বৈরাচারী’ আচরণ বন্ধ করা এবং শূন্য পদে নিয়োগ ও বেকার যুবক-যুবতীদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে ওই অভিযানের ডাক দিয়েছে তারা। কংগ্রেসের সর্বভারতীয় ছাত্র সংগঠন এনএসইউআই-এর সভাপতি নীরজ কুন্দন, সম্পাদক রোশন লাল বিট্টু ২৭ জানুয়ারি ওই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রের খবর। ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ জানিয়েছেন, শহরে সে দিন মিছিল করে তাঁরা বিধানসভার দিকে এগোবেন। পুলিশ বাধা দিলে অবস্থা বুঝে সিদ্ধান্ত হবে।