Protest

আইনশৃঙ্খলা ‘বেহাল’, বিক্ষোভে ছাত্র পরিষদ

কালিয়াগঞ্জের ঘটনার সিবিআই তদন্ত এবং প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয়েছে বিক্ষোভ-সভা থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ০৮:৫৮
Share:

ছাত্র পরিষদের বিক্ষোভ-অবস্থান। মৌলালিতে। নিজস্ব চিত্র।

উত্তর দিনাজপুর, মালদহ-সহ রাজ্যে একের পর এক নাবালিকার উপরে অত্যাচারের ঘটনা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে পথে নামল ছাত্র পরিষদ। প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবন থেকে বৃহস্পতিবার মিছিল করে গিয়ে মৌলালির মোড়ে অবরোধ এবং অবস্থান-বিক্ষোভে বসেন ছাত্র পরিষদের কর্মী-সমর্থকেরা।

Advertisement

কালিয়াগঞ্জের ঘটনার সিবিআই তদন্ত এবং প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয়েছে বিক্ষোভ-সভা থেকে। মৌলালির বিক্ষোভ-অবস্থানে বক্তা ছিলেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ, দেবজ্যোতি দাস, পাপাই ঘোষ, প্রিয়ঙ্কা চৌধুরী প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement