Malda Clash

দলবেঁধে ভারতে ঢুকে ফসল লুট! এ পার-ও পার সংঘর্ষ মালদহে, ইট-পাথর ছুড়ে হামলা বিএসএফের উপর

সীমান্তে পেরিয়ে এ পারে ঢুকে ফসল লুট! এই অভিযোগকে কেন্দ্র করে দু’পারের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে শনিবার উত্তেজনা ছড়াল মালদহের বৈষ্ণবনগর থানার সুকদেবপুরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৫
Share:

মালদহে উত্তেজনা। —নিজস্ব চিত্র।

সীমান্তে পেরিয়ে এ পারে ঢুকে ফসল লুট! এই অভিযোগকে কেন্দ্র করে দু’পারের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে শনিবার উত্তেজনা ছড়াল মালদহের বৈষ্ণবনগর থানার সুকদেবপুরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিএসএফ পৌঁছলে তাদের লক্ষ্য করেও ইট-পাথর ছোড়া হয়। তাতে জখমও হন দুই বিএসএফ জওয়ান। এ পারের বাসিন্দাদের অভিযোগ, বাংলাদেশি দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে বিএসএফ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে সীমান্ত পেরিয়ে ভারতের সীমান্তবর্তী গ্রাম সুকদেবপুরে ঢুকে পড়েছিলেন ও পারের বহু মানুষ। অভিযোগ, সুকদেবপুরের বাসিন্দা গোপাল মণ্ডল এবং তপন ঘোষের জমিতে ঢুকে ফসল লুট করেন তাঁরা। শুধু তা-ই নয়, স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য বিনয় মণ্ডলের আমবাগানও কেটে সাফ করে দেন তাঁরা। ওই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে দু’পারের বাসিন্দাদের মধ্যে। সকাল ১১টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত খণ্ডযুদ্ধ চলে। খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় বিএসএফের ১১৫ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা। হামলা হয় তাঁদের উপরেও। অভিযোগ, বাংলাদেশিদের ছোড়া ইট-পাথরের আঘাতেই দুই বিএসএফ জওয়ান জখম হন। এর পর স্থানীয় গ্রামবাসীরাই বাঁশ-লাঠি হাতে বাংলাদেশিদের ধাওয়া করে সীমান্তের ও পারে পাঠিয়ে দেন।

বৈষ্ণবনগর থানার অন্তর্গত বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য বিনয় বলেন, ‘‘শতাধিক বাংলাদেশি সুকদেবপুরের সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে গ্রামের দুই বাসিন্দা গোপাল মণ্ডল ও তপন ঘোষের জমির ফসল লুট করেছিল। ওরা আমারও বাগানের আম গাছ কেটে নিয়ে যাচ্ছিল। প্রতিবাদ জানালে সংঘর্ষ হয়। বিএসএফের উপরেও আক্রমণ হয়। পরে গ্রামবাসীরা পিছু ধাওয়া করলে বেগতিক দেখে ও পারে পালায় বাংলাদেশিরা।’’

Advertisement

বিএসএফ সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে গ্রাম এখনও থমথমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement