প্রতীকী ছবি।
উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির ৩০ জুনের নির্ধারিত পরীক্ষাগুলি ২ জুলাই নেওয়া হবে। ২ জুলাই একাদশ শ্রেণির অর্থনীতির পরীক্ষা ছিল। ৩ জুলাই তা নেওয়া হবে বলে সোমবার পরিবর্তিত সূচিতে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সময়সূচি উভয় ক্ষেত্রেই অপরিবর্তিত থাকছে।
৩০ জুন হুল দিবস। তাই সে-দিন উচ্চ মাধ্যমিকের কোনও পরীক্ষা হবে না বলে আগেই জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ৩০ জুন উচ্চ মাধ্যমিকের ভূগোল, রাশিবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা নেওয়ার কথা ছিল। একই বিষয়ের পরীক্ষা ছিল একাদশেও।
আরও পড়ুন: বিশ্বভারতীর সঙ্গে কি টক্কর নতুন পড়শি বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের
আরও পড়ুন: ছোট সমস্যায় এ বার ‘পাড়ায় সমাধান’