গ্রাফিক: শৌভিক দেবনাথ।
তৃণমূলে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি নিয়ে বিতর্কে জড়ালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের মন্ত্রীর টুইটার হ্যান্ডলের কভারে দেখা যায় ‘বিতর্কিত’ পোস্টারের ছবি। যদিও চন্দ্রিমার দাবি, তিনি এটা করেননি। তাঁর দাবি, এই হ্যান্ডেল আইপ্যাক চালায়। তাঁর অনুমতি ছাড়াই এটা পোস্ট করা হয়েছে। তিনি দলকে এটা জানিয়েছেন।
সম্প্রতি তৈরি হওয়া বিতর্ক সামাল দিতে শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই সংক্রান্ত বিষয়ে দলের নীতি স্পষ্ট করে দেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। জানিয়ে দেন, তৃণমূলে ‘এক ব্যক্তি এক পদ’ সংক্রান্ত পোস্টে সমর্থন নেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যে দলের যাঁরা ‘এক ব্যক্তি এক পদ’ সংক্রান্ত পোস্ট করেছেন নেটমাধ্যমে, তাঁদের তা দ্রুত মুছে ফেলার নির্দেশও দিয়েছেন তিনি। দলনেত্রীর অনুমতিক্রমেই তিনি যে এ কথা বলছেন, তা-ও স্পষ্ট করে জানিয়েছেন ফিরহাদ।
তৃণমূলে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি নিয়ে একাধিক বার প্রকাশ্যেই সরব হতে দেখা গিয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর পরে অভিষেককে সমর্থন করে নেটমাধ্যমে পোস্ট করেছেন তৃণমূলের নতুন প্রজন্মের অনেকেই। সেই তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন সম্পর্কে অভিষেকের বোন এবং ভাই অদিতি গায়েন আর আকাশ বন্দ্যোপাধ্যায়। দলে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির ঘোষিত সমর্থক অভিষেকের পাশেই দাঁড়িয়েছেন তাঁরা। কিন্তু খোদ মমতা তা সমর্থন করেন না বলে শুক্রবার ঘোষণা করেন ফিরহাদ। তিনি বলেন, ‘‘নেতাদের সোশ্যাল মিডিয়া পোস্ট বিভ্রান্তিকর। দল তা অনুমোদন করে না। অবিলম্বে ওই সব পোস্ট সরাতে হবে। সোশ্যাল মিডিয়ায় এ রকম পোস্ট করা অন্যায়। সভানেত্রী নতুন ভাবে নীতি নির্ধারণ করবেন। দলের যাবতীয় নীতি তিনিই ঠিক করবেন।’’
এমন বিতর্ক যখন তুঙ্গে তখনই দেখা যায় মন্ত্রী চন্দ্রিমার টুইটারের কভারে সেই পোস্টার। তবে কিছু ক্ষণের মধ্যেই তা বদলে যেতে দেখা যায়। এই প্রসঙ্গে তিনি আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘আইপ্যাকের এই কাণ্ড অত্যন্ত নিন্দাজনক। আমার নামে নিজেদের মতো করে কিছু বলা অন্যায় হয়েছে।’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘ভাবতে পারছি না, আমার মতামত সম্পর্কে কোনও পোস্ট কী ভাবে কথা না বলে করা যায়! আমার একটি ফেসবুক পেজেও একই কাজ করেছে। সেটি যদিও আমি ব্যবহার করি না। এটা ঠিক নয়। আমি আগে সব ডিলিট করিয়ে তার পরে দলকে জানিয়েছি।’’
বিতর্ক তৈরি হওয়া ‘এক ব্যক্তি এক পদ’ নীতি নিয়ে আপনার কী বক্তব্য? চন্দ্রিমা বলেন, ‘‘আমার আলাদা কোনও মত নেই। দলের মতই আমার মত। দলনেত্রী যা বলবেন সেটাই শেষ কথা। ব্যক্তিগত কোনও মতামত নেই।’’