Calcutta High Court

Calcutta High Court: মালদহ-বাসন্তীতে বোমা বিস্ফোরণে এনআইএ তদন্ত কি না, ঠিক করবে কেন্দ্র, নির্দেশ হাই কোর্টের

গত মার্চে বাসন্তীতে বোমা বিস্ফোরণে এক জনের মৃত্যু হয়েছিল। এপ্রিলে বিস্ফোরণ হয় মালদায়। তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাই কোর্টে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২২ ১১:৩৯
Share:

তিন দিনের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট দিতে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। ফাইল চিত্র।

মালদহ ও দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ-কে তদন্তভার দেওয়া যায় কি না, সে সিদ্ধান্ত কেন্দ্রের উপরই ছেড়ে দিল কলকাতা হাই কোর্ট।

Advertisement

মঙ্গলবার এই মামলায় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, সংশ্লিষ্ট থানাকে এই ঘটনার রিপোর্ট রাজ্য সরকারকে দিতে হবে। তিন দিনের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট দেবে রাজ্য। এই ঘটনায় এনআইএ তদন্ত করবে কি না, সে সিদ্ধান্ত নেবে কেন্দ্র।

বোমা বিস্ফোরণের ঘটনায় হাই কোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। মামলা করেছিলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস।

Advertisement

চলতি বছরের মার্চ মাসে বাসন্তীতে বোমা বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। এর পর এপ্রিল মাসে মালদহের কালিয়াচকের গোলাপগঞ্জে খেলা করার সময় বোমা ফেটে পাঁচ শিশু জখম হয়েছিল। ঘটনাস্থলে গিয়ে আরও কিছু বোমা উদ্ধার করে বম্ব স্কোয়াড। পাশাপাশি নমুনা সংগ্রহ করেছিল ফরেন্সিক দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement