আসানসোলে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। নিজস্ব চিত্র
রাজ্যে ধাপে ধাপে আসছে কেন্দ্রীয় বাহিনী। আসানসোল এবং বালিগঞ্জ দু’টি কেন্দ্রেই কিছু সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে চলে এসেছে। তবে আরও বাহিনী আসবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। দুই কেন্দ্রের ফল ঘোষণা হবে আগামী ১৬ এপ্রিল। দু’টি কেন্দ্রেই উপনির্বাচন হতে চলেছে কড়া নিরাপত্তায়। কমিশন সূত্রে জানা গিয়েছে, দু’টি কেন্দ্রের জন্য মোট ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ব্যবহার করা হবে ১৭ কোম্পানি বাহিনী। এ ছাড়া ১১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা আসানসোলে। দু’টি কেন্দ্রেই সোমবার রাত থেকে কিছু সংখ্যক বাহিনী আসছে। মঙ্গলবারও কিছু বাহিনী এসেছে।
আসানসোলে রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি বাহিনীর আধিকারিকরা গণনা কেন্দ্র-সহ বিভিন্ন এলাকাও পরিদর্শন করা শুরু করেছেন।