manas bhunia

Manas Bhunia: গেলেন না মানস, খাদ্যভবনে পৌঁছে গেল সিবিআই দল, আইকোর মামলায় ২ ঘণ্টা জেরা

সোমবার মানস ভুঁইয়া ইমেল করে সিবিআইকে জানান, তাঁর বিধানসভা এলাকা জলমগ্ন। সেই পরিস্থিতির তদারকি করার জন্য হাজিরা দিতে পারবন না তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫৭
Share:

মানসকে জেরা করতে গেল সিবিআই ফাইল চিত্র।

শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পরে এ বার জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া। আইকোর মামলায় হাজিরা না দেওয়ায় একই কায়দায় জেরা করতে পৌঁছে গেল সিবিআই দল। খাদ্যভবনে গিয়ে মন্ত্রীকে দু’ঘন্টা জেরা করলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা।
আইকোর মামলায় রবিবার মানসকে তলব করেছিল সিবিআই। সোমবার বেলা ১২টায় তাঁকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়। কিন্তু সোমবার হাজিরা দেননি সবংয়ের বিধায়ক। তিনি ইমেল করে সিবিআইকে জানান, তাঁর বিধানসভা এলাকা জলমগ্ন। সেই পরিস্থিতির তদারকি করার জন্য হাজিরা দিতে পারবন না তিনি।

Advertisement

তার পরেই বেলার দিকে দেখা যায় খাদ্যভবনে গিয়ে হাজির সিবিআইয়ের কয়েক জন আধিকারিক। সেখানেই জলসম্পদ উন্নয়ন দফতর রয়েছে। সেখানে গিয়ে দু’ঘন্টা মানসকে জেরা করেন তাঁরা। সিবিআই সূত্রে খবর, মানস কেন আইকোরের অনুষ্ঠানে গিয়েছিলেন, তাঁর সঙ্গে সংস্থার কোনও আর্থিক লেনদেন হয়েছে কি না সেই বিষয়ে মন্ত্রীকে প্রশ্ন করেন তাঁরা। মানসের বয়ান রেকর্ড করে সিবিআই।

গত সোমবার সিবিআইয়ের তলবে পার্থ হাজিরা না দিলে শিল্পভবনে গিয়ে তাঁকে জেরা করে সিবিআই। জেরার পরে পার্থ জানান, তাঁকে যে প্রশ্ন করা হয়েছিল তার সব উত্তর দিয়েছেন তিনি। যদিও সোমবার জেরার প্রসঙ্গে এখনও পর্যন্ত কিছু বলেননি মানস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement