R G Kar Medical College And Hospital Incident

পরিকল্পিত? খতিয়ে দেখছে সিবিআই

বৃহস্পতিবার সন্ধ্যার পর সিবিআইয়ের কর্তারা আরজি করে পৌঁছন। বুধবারের ঘটনায় ভাঙচুরের সমস্ত ফরেন্সিক নমুনা ও ভাঙচুরের সমস্ত অংশের ছবি সংগ্রহ করা হয়েছে। তদন্তকারীরা কথা বলেন অধ্যক্ষ সুহৃতা পালের সঙ্গেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৪ ০৭:২৯
Share:

আর জি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়ার মৃত্যুর তদন্তে সিবিআই আধিকারিকেরা। ছবি: পিটিআই।

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসককে খুন ও ধর্ষণ একটি ‘পরিকল্পিত অপরাধ’ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সিবিআই। ঘটনাস্থল পরিদর্শন ছাড়াও ধৃত সিভিক পুলিশ, ওই দিন কর্তব্যরত কয়েক জন ডাক্তার, নার্স, জুনিয়র ডাক্তারদের জিজ্ঞাসাবাদের পরে তেমনই ধারণা তদন্তকারীদের। সিবিআই-এর এক কর্তার কথায়, ‘‘পরিকল্পিত খুনের ঘটনাও হতে পারে। তবে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন।’’

Advertisement

ধৃত সঞ্জয় রায়ের বয়ানে কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে। তা যাচাই করা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর। টালা থানার তরফে খুন ও ধর্ষণের মামলা সংক্রান্ত বেশ কিছু নথি এ দিন সিবিআইকে দেওয়া হয়। তদন্তে চার চিকিৎসককে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাঁদের মধ্যে আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ, মেডিসিন দফতরের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী, ফরেন্সিক মেডিসিন দফতরের এক অধ্যাপক প্রমুখ রয়েছেন। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের পরে প্রাক্তন সুপার শুধু বলেন, ‘‘তদন্তকারীরা নানা তথ্য জানতে চান। সহযোগিতা করেছি।’’

বৃহস্পতিবার সন্ধ্যার পর সিবিআইয়ের কর্তারা আরজি করে পৌঁছন। বুধবারের ঘটনায় ভাঙচুরের সমস্ত ফরেন্সিক নমুনা ও ভাঙচুরের সমস্ত অংশের ছবি সংগ্রহ করা হয়েছে। তদন্তকারীরা কথা বলেন অধ্যক্ষ সুহৃতা পালের সঙ্গেও। পরে তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেও কিছুক্ষণ কথা বলার পরে তিনি চলে যান বলে সিবিআই সূত্রে দাবি। সুহৃতাকে, আজ শুক্রবার ফের তলব করা হয়েছে বলে সূত্রের খবর।

Advertisement

সিবিআই-এর যুগ্ম অধিকর্তা-সহ তদন্তকারী অফিসারেরা এ দিন দুপুরে নির্যাতিতার বাড়িতে যান। মৃতার পরিজনের বয়ান লিপিবদ্ধ করা হয়। তদন্তকারী এক অফিসারের কথায়, ‘‘ওই চিকিৎসককে বাড়তি সময় ডিউটি করতে বাধ্য করা হত বলে বাড়ির লোক বলছিলেন। এটা কেন হত, অন্য ডাক্তার ছাত্রীদের কত ক্ষণ কাজ করতে হত— খতিয়ে দেখছি।’’ তদন্তকারীরা জানান, ঘটনার রাতে কর্তব্যরত চিকিৎসক, নার্স, জুনিয়র চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের বয়ানে অসঙ্গতি নজরে এসেছে বলে তদন্তকারীদের সূত্রে দাবি করা হয়েছে। সেমিনার হল সংলগ্ন তল্লাটও এ দিন পরিদর্শন হয়। ‌

তদন্তকারীদের সূত্রে দাবি, ঘটনার রাতে চার তলার সিসি ক্যামেরা ফুটেজের পুরোটা তাঁদের হাতে আসেনি। কিছু ফুটেজ নেওয়ার তোড়জোড় চলছে। গত কয়েক সপ্তাহে চিকিৎসক, নার্স, অন্য কর্মীদেরহাজিরার নথি সংগ্রহ করা হয়। চিকিৎসক ও আধিকারিকদের তালিকা তৈরি করে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করছে সিবিআই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement