মুকুল রায়। —ফাইল চিত্র
নারদ কাণ্ডে এ বার বিজেপি নেতা মুকুল রায়কে তলব করল সিবিআই। শুক্রবার সকাল ১১টা নাগাদ তাঁকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। যদিও মুকুল রায় জানিয়েছেন, এখনও তিনি সিবিআইয়ের চিঠি পাননি। নোটিস পেলে তদন্তে সিবিআই-কে সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন বিজেপি নেতা।
বৃহস্পতিবারই নারদ কাণ্ডে প্রথম গ্রেফতার হয়েছেন এক বছরেরও বেশি সময় ধরে সাসপেন্ড হয়ে থাকা আইপিএস অফিসার এসএমএইচ মির্জা। তাঁকে মুকুল রায়ের মুখোমুখি বসিয়ে জেরা করতেই মুকুল রায়কে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
তবে হাজিরা দেওয়ার জন্য সিবিআইয়ের চিঠি পাননি বলে জানিয়েছেন মুকুল রায়। এ দিন তিনি বলেন, ‘‘এখনও আমি সিবিআইয়ের কোনও চিঠি পাইনি। কিন্তু যদি আমাকে ডাকা হয় নিশ্চয়ই যাব। কাল তলব করা হলে না যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরশু দিন ডাকলে আমি যেতে পারি।’’
আরও পড়ুন: নারদ-কাণ্ডে প্রথম গ্রেফতার, সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতে পুলিশ কর্তা এসএমএইচ মির্জা
আরও পড়ুন: মির্জার গ্রেফতারিতে রক্ষণাত্মক মুকুল, মন্তব্য এড়ালেন পার্থ, আরও আগে হল না কেন? প্রশ্ন দিলীপের