CBI

Tapas Chatterjee: ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় বর্ধমানের তৃণমূল নেতা তাপসকে তলব সিবিআইয়ের

তাপস বলেন, ‘‘আমার জানি না, কেন আমায় ডাকা হয়েছে। আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলছি। আইনজীবীর পরামর্শ মতোই পদক্ষেপ করব।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুসকরা শেষ আপডেট: ০২ জুন ২০২২ ২৩:৪০
Share:

তাপস চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র।

‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় এবার ডাক পড়ল পূর্ব বর্ধমানের আউশগ্রামের গুসকরা ২ নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি তাপস চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই। আগামী ৫ জুন অর্থাৎ রবিবার সকাল ১০টার মধ্যে তাপসকে হাজিরা দিতে বলে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুর্গাপুর এনআইটি গেস্ট হাউসে ডাকা হয়েছে শাসকদলের নেতাকে।

Advertisement

সিবিআই নোটিসের কথা স্বীকারও করে নিয়েছেন তাপস। তিনি বলেন, ‘‘আমার জানি না, কেন আমায় ডাকা হয়েছে। আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলছি। আইনজীবীর পরামর্শ মতোই পদক্ষেপ করব।’’

গত বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরেই গুসকরা ২ অঞ্চলের শিবদা গ্রামে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। বিজেপির অভিযোগ, তাদের দলীয় কর্মীদের ওপর হামলা চালিয়েছে শাসকদলের কর্মীরা। ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এর পরেই ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement