TET

TET: টেট দুর্নীতি মামলায় শহর জুড়ে তল্লাশি অভিযান সিবিআইয়ের, তল্লাশি মানিক ভট্টাচার্যের বাড়িতেও

বৃহস্পতিবার সকাল থেকেই টেট-দুর্নীতি মামলায় সিবিআইয়ের ৫০-৬০ জনের দল ম্যারাথন তল্লাশি অভিযান শুরু করেছে শহর জুড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ১২:৫৬
Share:

মানিক ভট্টাচার্ষের বাড়িতে সিবিআইয়ের আধিকারিকরা। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

টেট দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি অভিযানে গেল সিবিআই। দশ জনের একটি দল তাঁর বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছে বলে সিবিআই সূত্রের খবর। শুধু মানিকের বাড়িই নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও সিবিআই তল্লাশি চালাচ্ছে বলে সিবিআই সূত্রের খবর।

Advertisement

বৃহস্পতিবার সকাল থেকেই টেট-দুর্নীতি মামলায় সিবিআইয়ের ৫০-৬০ জনের দল ম্যারাথন তল্লাশি অভিযান শুরু করেছে শহর জুড়ে। মানিকের দু’টি বাড়িতে তল্লাশি অভিযানের পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও তল্লাশি চালানো হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর।

প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। আদালত নির্দেশে আরও জানিয়েছিল যে, প্রয়োজনে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। আদালতের সেই নির্দেশ মেনেই সিবিআই দফতরে হাজির হয়েছিলেন মানিক। তাঁকে প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। গত ২১ জুন টেট দুর্নীতি মামলার শুনানি চলাকালীন মানিককে দু’সপ্তাহের মধ্যে গোটা পরিবারের সম্পত্তির হিসাব দিতে নির্দেশ দেয় হাই কোর্ট। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছেন মানিক। এখন সেই মামলার শুনানি চলছে ডিভিশন বেঞ্চে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement