Supreme Court

Supreme Court: বিচারককে হুমকি-চিঠি: জানানো হল সুপ্রিম কোর্টে

সিবিআইয়ের আইনজীবী প্রধান বিচারপতির সামনে বিষয়টির উল্লেখ করেন। বিচারককেই মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২২ ০৬:৩৮
Share:

সুপ্রিম কোর্ট। ফাইল চিত্র।

গরুপাচার মামলায় ধৃত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে ‘গাঁজা কেসে’ ফাঁসানোর হুমকি চিঠি পেয়েছেন বলে অভিযোগ করেছেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। সিবিআইয়ের তরফে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এন ভি রমণাকে আজ এই বিষয়টি জানানো হয়েছে।

Advertisement

সিবিআইয়ের আইনজীবী প্রধান বিচারপতির সামনে আজ বিষয়টির উল্লেখ করেন। বিচারককেই মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে অবশ্য কোনও মামলা দায়ের হয়নি। প্রধান বিচারপতিও এখনই এ বিষয়ে বিবেচনার সিদ্ধান্ত নেননি। সিবিআই আদালতের বিচারক ইতিমধ্যেই জেলা জজকে বিষয়টি জানিয়েছেন। কলকাতা হাই কোর্টকেও জানাতে বলেছেন তিনি।

অন্য দিকে, কয়লা পাচার মামলায় আজ দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজির হয়েছেন পশ্চিমবঙ্গের পুলিশ অফিসার শ্যাম সিংহ। ইডি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল। গত কাল আইপিএস অফিসারকোটেশ্বর রাও ইডি-র মুখোমুখি হয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement