ছবি: সংগৃহীত।
দেশের বর্তমান নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছে ‘মানবিকতা মঞ্চ’ নামে একটি সংগঠন। ওই সংগঠনের সভাপতি মানিক মণ্ডল সোমবার কলকাতা প্রেস ক্লাবে বলেন, ‘‘অটলবিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রিত্বের আমলে দেশের শেষ নাগরিকত্ব সংশোধনী আইনটি পাশ হয় ২০০৩ সালে। সেখানে বলা হয়েছে, গোটা দেশের সর্বত্র এনআরসি-র নির্ধারিত সময় ১৯৪৮ সালের ১৯ জুলাই। অর্থাৎ, তার আগে যাঁরা এ দেশে এসেছেন, তাঁরাই নাগরিকত্ব পাবেন। এই আইনকে চ্যালেঞ্জ করেই মামলা করা হয়েছে।’’
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ দিনই প্রেস ক্লাবে এনআরসি সংক্রান্ত অন্য একটি আলোচনাসভায় যোগ দেন। সেখানে তাঁর কাছে ওই মঞ্চের তরফে প্রশ্ন তোলা হয় যে, নতুন নাগরিকত্ব বিলে তো বলা হয়েছে, নাগরিকত্বের আবেদন জানানোর পরে শরণার্থীদের ছ’বছর অপেক্ষা করতে হবে? দিলীপবাবু জবাবে বলেন, ‘‘ছ’বছর পরে হলেও শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। আর ধর্মীয় কারণে উৎপীড়ন প্রমাণ করতে তাঁদের কোনও নথি দেখাতে হবে না।’’