অনৈতিক ভাবে ‘ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়া’ (ডিসিআই)-র সভাপতি হওয়ার অভিযোগে কলকাতার এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা করল সিবিআই। ওই দন্ত চিকিৎসক দিব্যেন্দু মজুমদার ছাড়াও মামলা করা হয়েছে আরও ৪ জনের নামে।
সিবিআইয়ের অভিযোগ, রাজ্যের মনোনয়ন না-পেয়ে ঝাড়খণ্ডের এক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে দিব্যেন্দুবাবু ডিসিআইয়ের সভাপতি পদে টিকে যান। অভিযোগ, তখন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরে কর্মরত থাকলেও ঝাড়খণ্ডের একটি ডেন্টাল কলেজের সঙ্গে যুক্ত বলে দেখান। দিব্যেন্দুবাবুর দাবি, ‘‘কোনও ষড়যন্ত্র করিনি।
দেশে দন্ত চিকিৎসা ও চিকিৎসক সংক্রান্ত বিষয়ের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ডিসিআই। সিবিআই জানিয়েছে, রাজ্য মনোনীত করলেই কোনও চিকিৎসক ডিসিআইয়ের সদস্য হন। দেশের কিছু বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে মনোনীত হয়েও সদস্য হওয়া যায়। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসককে ওই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ডেন্টাল কলেজের অধ্যাপক হতে হবে।