স্বচ্ছতার প্রচার স্টেশনের সিঁড়িতেও

কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত অভিযানের এমনই উক্তি এ বার দেখা যাবে স্টেশনের সিঁড়িতেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৭ ০১:৩৭
Share:

সাঁতরাগাছি স্টেশনের সিঁড়ি। —নিজস্ব চিত্র।

স্বচ্ছ রেল, স্বচ্ছ ভারত।

Advertisement

আপনার স্টেশন স্বচ্ছ স্টেশন।

কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত অভিযানের এমনই উক্তি এ বার দেখা যাবে স্টেশনের সিঁড়িতেও।

Advertisement

যাত্রী সচেতনতা বাড়িয়ে রেল স্টেশন চত্বরকে পরিষ্কার রাখতে নয়া এই উদ্যোগ দক্ষিণ পূর্ব রেলের। কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পে ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার বিভিন্ন প্ল্যাটফর্মের সিঁড়িতে দেখা যাচ্ছে এই উক্তি।

সাঁতরাগাছি, বাউড়িয়া-সহ বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মে কাজও শুরু হয়েছে। সিঁড়িগুলি দুই রঙে রাঙিয়ে তারই ধারে স্বচ্ছ ভারত অভিযানের বিভিন্ন উক্তি লিখে স্টেশন পরিচ্ছন্ন রাখার আবেদন করা হয়েছে।

রেলের আধিকারিকদের মতে, স্টেশনে ও ট্রেনে আরশোলা-ইঁদুরের উৎপাত বৃদ্ধির অন্যতম কারণ যাত্রীদের ফেলে যাওয়া উচ্ছিষ্ট খাবার। ইঁদুরের উৎপাত বাড়লে বড় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। যদিও এ কাজে যাত্রীদের সচেতনতার অভাবই দায়ী বলে মনে করেন দক্ষিণ-পূর্ব রেলের এক আধিকারিক। শুধু হাওড়া-খড়্গপুর শাখায় নয়, অন্য স্টেশনেও কাজ হবে, জানান তিনি।

দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিক বলেন, প্ল্যাটফর্মের সিঁড়িতে এ ভাবে প্রচার চালালে অনেকটাই উপকার হবে। পাশাপাশি সৌন্দর্যায়নও হবে। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, ‘‘স্টেশন চত্বর পরিষ্কার রাখার অভিনব এই প্রয়াস যাত্রীদের সচেতনতা বাড়াতেই। এ ছাড়াও আরও কিছু চিন্তা ভাবনা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement