Calcutta University

রোমানিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘মউ’ স্বাক্ষর কলকাতা বিশ্ববিদ্যালয়ের

ছাত্র-শিক্ষক আদানপ্রদানের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার আদান প্রদান হবে বলেই মনে করছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ জুন ২০২২ ১৮:১৯
Share:

ছাত্র-ছাত্রীদের উন্নতি কল্পে দুই বিশ্ব বিদ্যালয়ের মধ্যে ‘মউ’ স্বাক্ষরিত হয়েছে।  গ্রাফিক: সনৎ সিংহ।

এ বার রোমানিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাঁদের জন্য এমনই সুযোগ করে দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র-ছাত্রীদের উন্নতি কল্পে দুই বিশ্ব বিদ্যালয়ের মধ্যে ‘মউ’ স্বাক্ষরিত হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, রোমানিয়ার বেবস-বলয়াই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৫ বছরের জন্য সমঝোতা পত্রে স্বাক্ষর করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এর ফলে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র-শিক্ষক বিনিময় ও শিক্ষার আদানপ্রদান হবে। যা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আরও সমৃদ্ধ করবে। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হবে।’’

পাঁচ বছরের জন্য স্বাক্ষরিত এই মউ-এর ফলে সুবিধা পাবেন গবেষকরাও। দিল্লির রোমানিয়া দূতাবাস থেকে রোমানিয়ার রাষ্ট্রদূত ড্যানিয়েলা মারিয়ানার উপস্থিতিতে এই মউ স্বাক্ষরিত হয়।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement