Suvendu Adhikari

Suvendu Adhikari: শুভেন্দুর ক্লাবে পুজো হবে, বিশেষ অফিসারের রিপোর্ট দেখে অনুমতি দিল হাই কোর্ট

শুভেন্দু অধিকারী ক্লাবের সভাপতি বলেই অনুমোদন দেওয়া হল না, এই মর্মে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল পুজো কমিটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ১৬:২৮
Share:

শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।

কাঁথিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ক্লাবের পুজোয় অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বুধবারই এই মামলায় বিশেষ অফিসার নিয়োগ করেছিল আদালত। আর ওই দিনই কাঁথি শহরে গিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন হাই কোর্ট-নিযুক্ত প্রতিনিধি। তাঁর রিপোর্টের ভিত্তিতেই বৃহস্পতিবার এই রায় দিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।
প্রায় ২২ বছর ধরে কাঁথিতে সেচ দফতরের জায়গায় এই দুর্গাপুজোর আয়োজন করে আসছে একটি স্থানীয় ক্লাব। ওই ক্লাবেরই সভাপতি শুভেন্দু। ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ, প্রথমে পুজোর ছাড়পত্র দেওয়া হলেও পরে তা বাতিল করে দেওয়া হয়। শুভেন্দু ক্লাবের সভাপতি বলেই অনুমোদন দেওয়া হল না, এই মর্মে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল ওই ক্লাব। তার পরই বুধবার ওই পুজোর জায়গায় ঘুরে গিয়ে আদালতে রিপোর্ট জমা দিয়েছিলেন বিশেষ অফিসার।

Advertisement


সেই রিপোর্ট খতিয়ে দেখেই পুজোর জন্য সেচ দফতরের মাঠ ব্যবহারের অনুমতি দিল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ। তবে হাই কোর্টের নির্দেশ, লক্ষ্মীপুজোর পর ১৮ অক্টোবরের মধ্যেই মাঠ খালি করে দিতে হবে পুজো কমিটিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement