মামলাকারী কলকাতা হাই কোর্টে অভিযোগ করেছিলেন, এসএসসি-র গ্রুপ সি পদে প্রায় ৩৫০ জন কর্মীকে অস্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ করা হয়েছিল। ওই অভিযোগের ভিত্তিতেই মামলাকারীর থেকে ‘ভুয়ো’ নিয়োগের সমস্ত নথি অর্থাৎ যাঁদের অস্বচ্ছ ভাবে নিয়োগ করা হয়েছিল, তাঁদের নাম-ঠিকানা-নিয়োগপত্র চেয়ে পাঠিয়েছিল আদালত।
প্রতীকী ছবি।
এসএসসি-র গ্রুপ সি পদে প্রায় ৩৫০ জন কর্মীর ভুয়ো নিয়োগের অভিযোগ সংক্রান্ত মামলায় নতুন মোড়। অভিযোগের সিবিআই অনুসন্ধানের জন্য কলকাতা হাই কোর্টের একক বেঞ্চের নির্দেশের উপর শুক্রবার স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ!
শুক্রবার বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলার সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ জারি করেছে। আগামী ২২ ফেব্রুয়ারি ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হবে।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি-র গ্রুপ সি পদে নিয়োম ভেঙে নিয়োগের ঘটনার সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল। তার আগে গত ডিসেম্বর, ‘ভুয়ো’ ৩৫০ জন কর্মীর বেতন বন্ধেরও নির্দেশ দেয় একক বেঞ্চ।
মামলাকারী কলকাতা হাই কোর্টে অভিযোগ করেছিলেন, এসএসসি-র গ্রুপ সি পদে প্রায় ৩৫০ জন কর্মীকে অস্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ করা হয়েছিল। ওই অভিযোগের ভিত্তিতেই মামলাকারীর থেকে ‘ভুয়ো’ নিয়োগের সমস্ত নথি অর্থাৎ যাঁদের অস্বচ্ছ ভাবে নিয়োগ করা হয়েছিল, তাঁদের নাম-ঠিকানা-নিয়োগপত্র চেয়ে পাঠিয়েছিল আদালত। ওই রিপোর্ট হাই কোর্টে জমা পড়ার পরার পরেই ওই নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।