মানিক ভট্টাচার্য। ফাইল চিত্র।
২০১৪ সালের প্রাথমিকের টেট পরীক্ষায় ছ’টি প্রশ্ন ভুল থাকার ঘটনায় রাজ্যের প্রাথমিক বোর্ডের সভাপতি মানিক ভট্টাচার্যকে ৩ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে আদালত জানিয়েছে, নিজের পকেট থেকে সাত দিনের মধ্যেই ১৯ জন মামলাকারীকে ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে বোর্ড সভাপতিকে।
শুক্রবার এই মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। প্রাথমিক বোর্ডের কাছে বিচারপতি জানতে চান, নির্দেশ সত্ত্বেও কেন সেই নম্বর দেওয়া হয়নি। এই ঘটনা মামলাকীরাদের হেনস্থা করার সমান বলেও মন্তব্য করেন বিচারপতি। তার পরই বোর্ড সভাপতিকে জরিমানার নির্দেশ দেন তিনি।
আদালত আরও জানিয়েছে, ওই মামলাকারীদের প্রাপ্ত নম্বর দিতে হবে। তাঁরা যদি পাশ নম্বর পেয়ে থাকেন টেট সার্টিফিকেটও দিতে হবে। তার পর ইন্টারভিউ নিয়ে চাকরি দিতে হবে।