West Bengal Recruitment Case

বাম আমলে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার নথি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

২০০৯ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ বোর্ডের পরীক্ষকেরা নিজেদের আত্মীয়দের চাকরি পাইয়ে চাকরি দিয়েছেন বলে অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেছিলেন মৃণালকান্তি মাইতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৮
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

বাম আমলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নথি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে ওই নির্দেশ দিয়েছে আদালত। ওই জেলার ২০০৯ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার নথি বাজেয়াপ্ত করতে বলেছে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি।

Advertisement

২০০৯ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ বোর্ডের পরীক্ষকেরা নিজেদের আত্মীয়দের চাকরি পাইয়ে চাকরি দিয়েছেন বলে অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেছিলেন মৃণালকান্তি মাইতি। এর আগে ওই মামলায় শিক্ষা দফতরের সচিবের কাজে রিপোর্ট চেয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সময় সচিব মামলাকারীর দাবির সত্যতা রয়েছে বলে ইঙ্গিত দেন।

মঙ্গলবার ওই মামলাতেই নথি হেফাজতে রাখতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। প্রসঙ্গত, এর আগে গত সেপ্টেম্বরে বিচারপতি অমৃতা সিংহ ২০০৯ সালে মালদহে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্যানেল দেখতে চেয়েছিলেন। উল্লেখ্য, ২০০৯ সালে প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল তৎকালীন বাম সরকার। ২০১০ সালে ওই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু নিয়োগ প্রক্রিয়ার মাঝপথের ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement