SSC

SSC Recruitment: শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

প্যানেলে নাম না থাকা সত্ত্বেও কীভাবে নিয়োগ হল, বিস্ময় প্রকাশ করে আদালত। এর পরই সিবিআই-কে এই দুর্নীতির অনুসন্ধানের নির্দেশ দেয় একক বেঞ্চ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২২ ১৫:৩৯
Share:

ফাইল চিত্র।

শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় পর পর ধাক্কা রাজ্যের। নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগে দুর্নীতির অন্য একটি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ। এই নিয়োগে দুর্নীতির ছাতা কত দূর বিস্তৃত তা খুঁজে বার করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিককে মাথায় রেখে এই মামলার অনুসন্ধান করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি। এ বিষয়ে এক মাসের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে একক বেঞ্চ।

Advertisement

মামলাকারীদের অভিযোগ ছিল, প্যানেলে নাম না থাকা সত্ত্বেও অনেকের নিয়োগ হয়েছে। কী ভাবে এই নিয়োগ হল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে আদালত। ২০১৯-এর ১ জানুয়ারিতে নিয়োগ সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির নজরদারিতে নিয়োগপ্রক্রিয়া চলে। এ বার সেই কমিটির বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দিল আদালত। পনেরো দিনের মধ্যে সেই রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে।

মামলার পরবর্তী শুনানি ২১ মার্চ।

Advertisement

শিক্ষক নিয়োগে দুর্নীতিতে অন্য একটি মামলায় সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। আদালত নির্দেশ দিয়েছিল, এই দুর্নীতির পিছনে কোনও প্রভাবশালীর হাত রয়েছে কি না তা খুঁজে বের করুক সিবিআই। কোনও আর্থিক লেনদেন রয়েছে কি না তা-ও সিবিআইকে খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছে আদালত। এর পরই সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement