SSC

লেডি ম্যাকবেথের পর এ বার বাল্মীকি, কলকাতা হাই কোর্টের কাছ থেকে নয়া উপমা জুটল এসএসসির

লেডি ম্যাকবেথের পর এসএসসিকে এ বার বাল্মীকির সঙ্গে তুলনা করল হাই কোর্ট। শুক্রবার আদালতের পর্যবেক্ষণ, রত্নাকর যদি বাল্মীকি হতে পারেন, তবে কমিশন নিজেদের পরিবর্তন করলে ক্ষতি কী?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১০
Share:

শুক্রবার হাই কোর্টের আবার একটি উপমা পেল এসএসসি। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের কাছ থেকে এ বার নয়া উপমা জুটল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর। লেডি ম্যাকবেথের পর এসএসসি-কে এ বার বাল্মীকির সঙ্গে তুলনা করল হাই কোর্ট। শুক্রবার আদালতের পর্যবেক্ষণ, রত্নাকর যদি বাল্মীকি হতে পারেন, তবে কমিশন নিজেদের পরিবর্তন করলে ক্ষতি কী?

Advertisement

শুক্রবার হাই কোর্টের একক বেঞ্চে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুনানির সময় বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, ‘‘দেশের পুরাণ বলছে দস্যু রত্নাকর যদি বাল্মীকি হতে পারেন... । এখন স্কুল সার্ভিস কমিশন (যদি) নিজেদের পরিবর্তন করে... এটা তো ভাল লক্ষণ। অসুবিধা কোথায়?’’

কমিশনকে আগেই লেডি ম্যাকবেথের সঙ্গে তুলনা করেছেন হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদার। বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চে গ্রুপ ডি মামলার শুনানিতে বিচারপতি তালুকদারের মন্তব্য ছিল, ‘‘কমিশনের অবস্থা তো এখন লেডি ম্যাকবেথের মতো!’’ যদিও এ মন্তব্যের বিশদে ব্যাখ্যা করেননি বিচারপতি। উইলিয়াম শেক্সপিয়রের নাটক ‘ম্যাকবেথ’-এর ওই চরিত্রটি অপরাধবোধে তীব্র মানসিক যন্ত্রণায় ভুগে আত্মঘাতী হয়।

Advertisement

স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুক্রবারের শুনানিতে ৯৫২ জন শিক্ষক-শিক্ষিকার আইনজীবী আদালতে সওয়ালের সময় দাবি করেন, ‘‘নিজেরা সুপারিশ করলেও এখন সব এজলাসে গিয়ে সাধু সাজছে এসএসসি। নিজেদের সব দোষ ধুয়ে যুধিষ্ঠির প্রমাণ করতে চাইছে, যেন তারা কোনও ভুলই করেনি। অথচ এত সব কিছু এসএসসি-র ভুলের জন্যই হয়েছে।’’ এ বার এসএসসি-র প্রসঙ্গে বাল্মীকির উদাহরণ দেন বিচারপতি বসু। পুরাণে বর্ণিত, প্রথম জীবনে দস্যুবৃত্তি করলেও পাপস্খালনে তপস্যায় বসেন দস্যু রত্নাকর। পরে মহর্ষি বাল্মীকি নামে পরিচিত হন তিনি।

বৃহস্পতিবার গ্ৰুপ ডি কর্মী নিয়োগ মামলায় বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এসএসসি-র আইনজীবীর দাবি ছিল, ‘‘যা ভুল হয়েছে, তা সংশোধন করতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। আদালতকে সব তথ্য দিয়ে সাহায্য করছি। আমাদের যুধিষ্ঠির হতে গত দেড় বছর লেগেছে।’’ একই ভাবে নবম-দশম শ্রেণির মামলাতেও নিজেদের ভুল শোধরানোর কথা জানিয়েছে এসএসসি। যা দেখে বিচারপতি তালুকদার লেডি ম্যাকবেথের সঙ্গে এসএসসি-র তুলনা করেন। এ বার বিচারপতি বসুর কাছ থেকে নতুন উপমা জুটল এসএসসি-র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement