West Bengal Panchayat Election 2023

পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, বিজেপি কর্মীর চোখ নষ্টের ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট হাই কোর্ট

পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী। একটি চোখ নষ্ট হয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট হাই কোর্ট। আদালতের নির্দেশ, বিজেপি কর্মীর পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৩ ২২:৪৮
Share:

—প্রতীকী ছবি।

পঞ্চায়েত ভোটের অশান্তিতে বিজেপির এক কর্মীর চোখ নষ্টের ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাই কোর্ট। রক্তপাতে গুরুতর জখমের ধারা কেন থাকবে না, তা নিয়ে প্রশ্ন তুলল আদালত। বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণ, রাজনৈতিক হামলার ফলে অঙ্গহানি হয়েছে। তাঁর প্রশ্ন, পুলিশ এফআইআরে কেন গুরুতর জখমের ধারা রাখল না? তাঁর নির্দেশ, আগামী ১১ জুলাইয়ের মধ্যে সঠিক ধারায় এফআইআর করতে হবে। বিজেপি কর্মীর পরিবারকে নিরাপত্তা দিতেও পুলিশকে নির্দেশ দেয় আদালত।

Advertisement

গত ২৫ জুন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ধন্দা বাজারে বিজেপির পতাকা লাগাতে যান অলোক ভুঁইয়া। তাঁর অভিযোগ, ওই সময় তৃণমূলের কর্মীরা চড়াও হন। মারধর করা হয়। এর ফলে ডান চোখ নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন অলোক। তাঁর দাবি, একটি চোখ নষ্ট হওয়ার পরেও হুমকি আসছে। নিরাপত্তার অভাবে ভুগছে তাঁর পরিবার। পুলিশে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। যদিও তৃণমূলের পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়।

Advertisement

বুধবার বিচারপতি সেনগুপ্ত জানান, অলোক এবং তাঁর পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর নির্দেশ, পটাশপুর থানা পর্যাপ্ত নিরাপত্তা দেবে এবং ওই পরিবার যাতে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement