—ফাইল চিত্র।
পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতিকে অপহরণ করে খুনের মামলায় এনআইএ-কে যুক্ত করল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি ১৩ ফেব্রুয়ারি।
বিজেপি নেতা খুনের মামলায় এসডিপিও-কে তদন্তের নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালতের বিচারপতি রাজাশেখর মান্থা। আদালত সূত্রে খবর, শুনানির সময় বোমার পাওয়ার কথা স্বীকার করেছিল রাজ্য। যদিও চার্জশিটে তার কোনও উল্লেখ ছিল না। একই সঙ্গে একাধিক অভিযুক্তের নাম বাদ দেওয়ার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। মূল ‘অপরাধী’রাও জামিন পেয়েছেন বলে দাবি। এই অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি সেনগুপ্ত জরুরি ভিত্তিতে এনআইএ-কে মামলায় যুক্ত করার নির্দেশ দেন।
গত বছর মে মাসে বিজেপির বুথ কমিটির সভাপতি বিজয়কৃষ্ণ ভুইয়াঁ (৬০)-কে খুনের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ ছিল, ময়নার বাকচা পঞ্চায়েতের গোরামহল এলাকার বাসিন্দা বিজয়কৃষ্ণকে তাঁর স্ত্রী ও ছেলের সামনে থেকে মারধর করে তুলে নিয়ে যায় এক দল দুষ্কৃতী। তাঁদের বাধা দিতে গিয়ে আক্রান্ত হন বিজয়ের স্ত্রী লক্ষ্মী ও ছেলে সুরজিৎও। পরে বিজয়ের রক্তাক্ত দেহ বাড়ির অদূরে পুকুরপাড় থেকে উদ্ধার হয়। এই ঘটনার বিজয়ের স্ত্রী ময়না থানায় ৩৪ জন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। গ্রেফতার হন তিন জন। তাঁদের মধ্যে দু’জন তৃণমূল কর্মী। তাঁরাও গোড়ামহল গ্রামেরই বাসিন্দা।