—ফাইল চিত্র।
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগে দুর্নীতি, অনিয়মের তদন্ত দু’মাসের মধ্যে সিবিআইকে শেষ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালতের সেই নির্দেশই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে মনে করিয়ে দিল কলকাতা হাই কোর্ট।
গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ সিবিআইকে দুর্নীতির তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে বলেছিল। সেই নির্দেশ মেনে আগামী ৯ জানুয়ারির মধ্যেই এসএসসি নিয়োগ মামলায় চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বুধবার হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ৯ জানুয়ারির মধ্যেই তদন্তের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে হাই কোর্টে। অর্থাৎ, তদন্ত শেষ করার জন্য সিবিআইয়ের হাতে রয়েছে আর মাত্র ২০ দিন।
নভেম্বরের নির্দেশে শুধু সিবিআইকে নয়, হাই কোর্টের বিশেষ বেঞ্চকেও যাবতীয় মামলার নিষ্পত্তির জন্য সময় বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত। জানিয়ে দিয়েছিল, সিবিআই চূড়ান্ত রিপোর্ট আদালতে জমা পড়ার পর ছ’মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে উচ্চ আদালতকে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে মোট ২১টি মামলায় ফেরত চলে যায় হাই কোর্টে।
অন্য দিকে, আগের শুনানিতে এসএসসির কাছে হাই কোর্টের বিশেষ বেঞ্চ জানতে চেয়েছিল, বেআইনি নিয়োগের ক্ষেত্রে তারা সাধারণত কী ধরনের পদক্ষেপ করে থাকে। বুধবারের শুনানিতে এসএসসি সেই রিপোর্ট জমা দিয়েছে উচ্চ আদালতে।