Calcutta High Court

মামলার পর মামলা! বিচারে গতি আনতে নতুন প্রযুক্তি গ্রহণ করল কলকাতা হাই কোর্ট

কলকাতা হাই কোর্ট সূত্রে খবর, জুডিশিয়াল অফিসারদের হাতে এই সফটওয়্যার তুলে দিতে খরচ হয়েছে প্রায় চার কোটি টাকা। আগেও প্রায় ১০ কোটি টাকা খরচ করে তাঁদের ল্যাপটপ বিতরণ করেছিলেন হাই কোর্ট কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩ ২১:২৯
Share:

প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের হাত থেকে আধুনিক সফটওয়্যার নিচ্ছেন জুডিসিয়াল অফিসারেরা। — নিজস্ব চিত্র।

মামলার চাপ দ্রুত সামলাতে আধুনিক প্রযুক্তির শরণাপন্ন হল কলকাতা হাই কোর্ট। রাজ্যের বিচার প্রক্রিয়ায় গতি আনতে এখন থেকে উন্নতমানের সফ্টঅয়্যার ব্যবহার করা হবে হাই কোর্টের দৈনন্দিন কাজে। শুক্রবারই হাই কোর্টের জুডিশিয়াল অফিসারদের সেই নতুন প্রযুক্তি আনুষ্ঠানিক ভাবে তুলে দিলেন হাই কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিরা।

Advertisement

উন্নতমানের ওই সফটওয়্যারের নাম ড্রাগন লিগাল ইন্ডিয়ান অ্যাকসেন্ট ডিকটেশন সফটঅয়্যার। অত্যাধুনিক এই সফ্টঅয়্যারের ব্যবহারিক প্রয়োগ যেমন সহজ। তেমনই এই প্রযুক্তি নিরাপত্তার দিক থেকেও অনেক উন্নত। কলকাতা হাই কোর্ট মনে করেছে, এর ব্যবহারে বিচারপ্রক্রিয়া সংক্রান্ত কাজ আরও দ্রুতগতিতে হবে। সেই ভাবনা থেকেই শুক্রবার হাই কোর্টের কেন্দ্রীয় প্রকল্প সমন্বয় কমিটি ৯২০টি সফটঅয়্যার তুলে দেয় জুডিশিয়াল অফিসারদের হাতে।

কলকাতা হাই কোর্টের অধীনে থাকা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং পশ্চিমবঙ্গের জুডিশিয়াল অফিসারেরা এই সফটঅয়্যার হাতে পেয়েছেন। তাঁদের এই সফটঅয়্যার দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তাঁর সঙ্গে ছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী, বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যও।

Advertisement

কলকাতা হাই কোর্ট সূত্রে খবর, জুডিশিয়াল অফিসারদের হাতে এই সফটঅয়্যার তুলে দিতে খরচ হয়েছে প্রায় চার কোটি টাকা। প্রসঙ্গত, এর আগে প্রায় ১০ কোটি টাকা খরচ করে জুডিশিয়াল অফিসারদের ল্যাপটপ বিতরণ করেছিলেন হাই কোর্ট কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement