Calcutta High Court

ভিড় ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু! সুদ সমেত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কলকাতা হাই কোর্টের

দুর্ঘটনার প্রায় ২৩ বছর পরে মৃতের পরিবারকে আট লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রেলকে নির্দেশ দিল আদালত। পাশাপাশি ৬ শতাংশ হারে ১১ বছরের সুদবাবদ টাকাও দিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ২৩:৫৮
Share:

—প্রতীকী চিত্র।

চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শম্পা দত্ত পালের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। দুর্ঘটনার প্রায় ২৩ বছর পরে মৃতের পরিবারকে আট লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রেলকে নির্দেশ দিল আদালত। পাশাপাশি ৬ শতাংশ হারে ১১ বছরের সুদবাবদ টাকাও দিতে হবে। আগামী চার সপ্তাহের মধ্যে ওই ক্ষতিপূরণের টাকা এবং সুদের অঙ্ক হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলর কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Advertisement

ঘটনাটি ২০০১ সালের ১৭ জুনের। বীরশিবপুর স্টেশন থেকে রামরাজাতলা যাচ্ছিলেন এক ব্যক্তি। সেই সময়ে চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি। আহত অবস্থায় তাঁকে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই দিনই মৃত্যু হয় তাঁর। পরে রেলের থেকে ক্ষতিপূরণ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন মৃতের স্ত্রী। তাঁর অভিযোগ, ট্রেনে অত্যাধিক ভিড় এবং রেলের ঝাঁকুনির কারণে চলন্ত ট্রেন থেকে পড়ে যান স্বামী। মামলাকারীর বক্তব্য, তাঁর স্বামী ট্রেন যাত্রার সময়ে মারা গিয়েছেন। তাই রেল দুর্ঘটনার মতো এ ক্ষেত্রেও ক্ষতিপূরণ দেওয়া হোক।

মহিলার দাবি, তাঁর তিন সন্তান। স্বামীর মৃত্যুকালে বয়স ছিল ৭০ বছর। তিনি সেই সময়ে মাসে সাড়ে তিন হাজার টাকা রোজগার করতেন। ফলে সেই হারে ক্ষতিপূরণের আর্জি জানান তিনি।

Advertisement

প্রথম রেলওয়ে ক্লেমস ট্রাইব্যুনালে মামলা করেন মৃতের স্ত্রী। সেখানে রেল জানায়, ওই ঘটনার সঙ্গে রেল দুর্ঘটনায় মৃত্যুর ক্ষতিপূরণ একই ভাবে বিচার করা যায় না। তা ছাড়া চলন্ত ট্রেন থেকে নির্দিষ্ট ভাবে কোথায় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তা নিয়ে সংশয় রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement