Calcutta High Court

আদালতে জাল মেডিক্যাল সার্টিফিকেট জমা? তরুণের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

কলকাতা হাই কোর্টে ভুয়ো মে়ডিক্যাল সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগ এক তরুণের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে দ্রুত এফআইআর রুজু করে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১৩ ফেব্রুয়ারি পুলিশকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৯:২২
Share:

জাল মেডিক্যাল সার্টিফিকেটের অভিযোগে তদন্তের নির্দেশ হাই কোর্টের। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আদালতে জাল মেডিক্যাল সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগ উঠল মাসুদ শেখ নামে এক তরুণের বিরুদ্ধে। এই ঘটনায় সোমবার মুর্শিদাবাদের বাসিন্দা ওই অভিযুক্ত তরুণের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। সুতি থানাকে এ দিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, তরুণের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে। প্রয়োজনে তাঁকে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। আগামী ১৩ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে। সে দিন পুলিশকে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে আদালতে।

Advertisement

মাসুদের দাবি, তিনি আইনের ছাত্র এবং এলাকায় সমাজসেবী হিসাবে পরিচিত। বিরোধী রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী হওয়ার কারণে এলাকায় শাসকদলের নেতারা তাঁকে হেনস্থা করছেন বলে অভিযোগ তোলেন মাসুদ। এ নিয়ে কলকাতা হাই কোর্টে একটি মামলাও করেন তিনি। মামলাকারীর দাবি, গত ১০ ডিসেম্বর একটি মিছিল থেকে ফেরার পথে তাঁর উপর আক্রমণ করা হয়। এর পরে আহত অবস্থায় তাঁকে সুতি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ব্লক স্বাস্থ্য আধিকারিকের একটি মেডিক্যাল রিপোর্টও আদালতে জমা করেন তিনি।

মামলাকারী অভিযোগ শুনে হাই কোর্ট প্রাথমিক ভাবে তাঁকে নিরাপত্তা দেওয়ার জন্য নির্দেশ দেয়। সোমবার ফের বিচারপতি ঘোষের এজলাসে ওই মামলা শুনানির জন্য ওঠে। তখন রাজ্যের তরফে জানানো হয়, মামলাকারী আদালতে যে মেডিক্যাল সার্টিফিকেট জমা দিয়েছেন, সেটি ঠিক নয়। নিজের বক্তব্যের সমর্থনে তিনি একটি জাল মেডিক্যাল সার্টিফিকেট জমা দিয়েছেন বলে দাবি রাজ্যের। সোমবার বিচারপতি ঘোষ ওই তরুণের পুলিশি নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মাসুদের বিরুদ্ধে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement