Calcutta High Court

আরজি করের আবহে অন্য ধর্নায় অনুমতি নয়! প্রাথমিকের চাকরিপ্রার্থীদের জানিয়ে দিলেন বিচারপতি

প্রাথমিকের চাকরিপ্রার্থীরা নবান্ন বাসস্ট্যান্ডে ধর্নায় বসতে চেয়েছিলেন। সেই অনুমতি না দিলেও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নিহত ছাত্রনেতা আনিস খানের বাবাকে শ্যামবাজারে ধর্নায় বসার অনুমতি দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৯
Share:

ধর্নায় বসার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। —ফাইল ছবি।

আরজি কর-কাণ্ডের আবহে যে ভাবে শহরের বিভিন্ন জায়গায় ধর্না চলছে, তাতে অন্য কোনও বিষয় নিয়ে ধর্নায় বসা ঠিক হবে না। জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। ধর্নার অনুমতি চেয়ে শুক্রবার হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের ওই কথা জানিয়ে দিয়েছেন হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।

Advertisement

নবান্নের বাসস্ট্যান্ডে ধর্নায় বসার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাথমিক টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা। ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ধর্না করতে চেয়ে অনুমতি চেয়েছিলেন তাঁরা। বিচারপতি ভরদ্বাজ তাঁদের আর্জি শোনার পর বলে দেন, ‘‘এই মুহূর্তে ধর্নায় বসা ঠিক নয়। কারণ এই মুহূতে চারিদিকে ধর্না চলছে আরজি কর-কাণ্ড নিয়ে। আগামী ১৭ সেপ্টেম্বরে মামলাটির শুনানি হবে। তার পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’’

যদিও শুক্রবার আমতার নিহত ছাত্রনেতা আনিস খানের বাবাকে ধর্নার অনুমতি দিয়েছেন বিচারপতি ভরদ্বাজ। তবে তিনি নিজের সন্তানের জন্য আরজি কর-কাণ্ডের প্রতিবাদেই শ্যামবাজারে ধর্নায় বসতে চেয়েছিলেন। শুক্রবার কলকাতা হাই কোর্টে ধর্নার অনুমতি চেয়ে আনিসের বাবা সালেম খান বলেন, ‘‘আমিও সন্তান হারিয়েছি। ওঁরাও সন্তান হারিয়েছেন। তাই আমিও ওই প্রতিবাদে শামিল হতে চাই।’’ শ্যামবাজারে অবস্থানে বসার আবেদন জানিয়েছিলেন তিনি। আদালত তাঁকে সেই অনুমতি দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement