গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
পূর্ব মেদিনীপুরের তমলুক-ঘাটাল সমবায় সমিতির নির্বাচনে বোমাবাজির অভিযোগ ওঠে। সেই অভিযোগকে কেন্দ্র করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। সেই মামলায় পুলিশের রিপোর্টে সন্তুষ্ট নন বিচারপতি জয় সেনগুপ্ত। মঙ্গলবার তমলুক-ঘাটাল সমবায় সমিতির নির্বাচনে বোমাবাজির অভিযোগ সংক্রান্ত মামলায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের কাছে আবার রিপোর্ট চাইলেন বিচারপতি। তাঁর নির্দেশ আগামী এক সপ্তাহের মধ্যেই এই রিপোর্ট আদালতে জমা করতে হবে।
গত বছর ৮ ডিসেম্বর ওই সমবায় সমিতির নির্বাচনে কাঁথিতে বোমাবাজির অভিযোগ ওঠে। ওই ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা করেন সমবায় সমিতির এক সদস্য। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি শুরু হয়। বিচারপতি ঘোষ এই মামলায় পুলিশের কাছে রিপোর্ট চেয়েছিলেন। গত সপ্তাহে শুনানির দিন বিচারপতি ঘোষ না বসায় এই মামলা শুনেছিলেন বিচারপতি সেনগুপ্ত। যদিও পুলিশ সে দিন রিপোর্ট জমা দিতে পারেনি।
ক্ষোভপ্রকাশ করে বিচারপতি সেনগুপ্ত আবার রিপোর্ট জমার নির্দেশ দেন। মঙ্গলবার পুলিশ সেই রিপোর্ট জমা করে আদালতে। কিন্তু সেই রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সেনগুপ্ত। হাই কোর্টের পর্যবেক্ষণ, বোমাবাজির অভিযোগের তদন্ত করছে পুলিশ। অতএব, স্পষ্ট যে ওই নির্বাচনকে ঘিরে বোমাবাজি হয়েছে। ফলে বিস্ফোরণ বা বোমাবাজির মতো ঘটনায় এনআইএ তদন্তের প্রয়োজনীয়তা বিবেচনা করা উচিত। তাই তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার আগে তদন্তভার হস্তান্তরের বিষয়টি দেখা হবে।