—ফাইল চিত্র।
পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপিকে সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত জানান, শনিবার দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত সভা করতে পারবে বিজেপি। সেই সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা। তবে সভা নিয়ে কিছু বিধিনিষেধের কথাও জানিয়ে দিয়েছে আদালত।
ধর্মতলায় বিজেপির সভার অনুমতি না-দেওয়া নিয়ে কলকাতা হাই কোর্টে ‘তিরস্কৃত’ হয়েছিল রাজ্য সরকার। আদালতের অনুমতি পেয়ে শেষমেশ গত বুধবার ভিক্টোরিয়া হাউসের সামনে এসে সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পরেই খেজুরিতে সভার অনুমতি না পাওয়া নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। বৃহস্পতিবার মামলা দায়ের হয়। সেই মামলায় বিজেপিকে সভা করার অনুমতি দিল আদালত।
বিজেপি সূত্রে খবর, ১৫ দিন আগে কেন অনুমতি চাওয়া হয়নি, সেই যুক্তি দেখিয়ে সভায় অনুমতি দেয়নি পুলিশ। শুক্রবারও আদালতে সেই যুক্তি দেখান রাজ্যের আইনজীবী। তার প্রেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ‘‘কর্মসূচির ১৫ দিন আগে শাসকদল কি পুলিশকে জানায়? সব সময় কেন বিরোধী দলকে অনুমতির জন্য আদালতে আসতে হবে?’’ রাজ্যের আইনজীবীর উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘‘মঞ্চের আয়তন জানতে চাইছেন কেন? শেষ বার যখন শাসকদল সভা করেছিল, তখন মঞ্চের আয়তন জানতে চেয়েছিলেন?’’
এরই সঙ্গে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওই সভা থেকে কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। শব্দবিধি মানতে হবে।